এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিধাননগর নিয়ে রাজ্য সরকারের নতুন ভাবনা

বিধাননগর নিয়ে রাজ্য সরকারের নতুন ভাবনা


দ্বিতীয় পর্যায়ে নতুন করে বিধাননগরকে সাজানোর কাজ শুরু করেছে বিধাননগর পুরসভা।সল্টলেকের সেন্ট্রাল পার্কে কলকাতা আন্তার্জাতিক বইমেলা শুরু হওয়ার আগে এই কাজের অধিকাংশ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রতিবছরই দেশ-বিদেশের হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে সল্টলেকে আসেন। তাছাড়া সল্টলেককে আন্তার্জাতিক মানে তৈরির করার জন্য এই কাজের সূচনা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে ব্রডওয়েতে নেতাজি আইল্যান্ড পর্যন্ত সৌন্দর্যায়ন হয়েছিল। এবার নেতাজি আইল্যান্ড থেকে করুণাময়ী হয়ে জে কে সাহা ব্রিজ হয়ে বিধাননগর কলেজ পর্যন্ত সৌন্দর্যায়নের কাজে হাত দিয়েছে পুরসভা।এই অংশে সৌন্দর্যায়নের পাশাপাশি খালপাড় থেকে সিএ-ডিএ ব্লক পর্যন্ত রাস্তায় সৌন্দর্যায়নের কাজ শুরু করে দেওয়া হয়েছে।

নতুন রূপে সজ্জিত হয়ে সল্টলেকের রূপরেখা পাল্টাচ্ছে এবং আগামীকাল তাতে অনেক সংযোজনের দ্বারা সমৃদ্ধ করার প্রচেষ্টায় সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!