মঞ্জু বসু প্রসঙ্গে মুখ খুললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিশেষ খবর রাজ্য January 7, 2018 নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী নিয়ে চূড়ান্ত নাটক রাজ্য-রাজনীতিতে। কিছুদিন আগেই নোয়াপাড়ায় তাঁকে প্রার্থী না করা এবং নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে রাখা নিয়ে সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দেন নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেসের দুবারের বিধায়ক মঞ্জু বসু। আর তারপরেই তাঁর সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে ‘সৌজন্য’ সাক্ষাৎ করেন বিজেপি নেতা মুকুল রায়। এমনকি পরবর্তীকালে মঞ্জু বসুর সাথে কলকাতা বিমানবন্দরে একান্তে আলোচনা করেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বৈজয়বর্গীয়, সঙ্গে ছিলেন মুকুল রায়ও। এরপরেই জল্পনা ছড়াতে থাকে নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী হতে চলেছেন মঞ্জু বসু, আর সেই জল্পনাকে মান্যতা দিয়ে আজ বিজেপির তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে মঞ্জু বসুকেই প্রার্থী ঘোষণা করা হয়। এরপরেই হয় নাটকীয় পট পরিবর্তন, মঞ্জু বসু সাংবাদিকদের জানিয়ে দেন, তাঁর সম্মতি না নিয়েই তাঁকে বিজেপির তরফে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে, তিনি এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখছেন। মঞ্জু বসু প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কলকাতার এক ওয়েব পোর্টালকে সমগ্র ব্যাপার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ১. মিথ্যা এবং অসৎ – এই দুটোর উপর দাঁড়িয়ে মুকুল রায় রাজনীতি করেছেন ২. বিজেপিতে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেছিলেন ৩. মঞ্জু বসুকে প্রার্থী করে তৃণমূলকে হারাবে ভেবেছিলেন ৪. ও জানে না এই জেলায় আমরা খুব শক্তিশালী ৫. কারণ, বসিরহাট আসনটা আমরা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছি ৬. মুকুলের এটা বোধগম্য হবে না, শুধু মিথ্যা কথা বলে গেছে ৭. পার্টির প্রতি আনুগত্য দেখিয়ে মঞ্জু বসু প্রমাণ করেছেন, মমতা ব্যানার্জির বিকল্প বাংলায় নেই ৮. মুকুল আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছে, প্রত্যেকটা দিন মুকুল ক্ষয়ে যাবে ৯. পঞ্চায়েত নির্বাচনের পর মুকুলকে কাঁচরাপাড়ার বাড়িতে গিয়ে বসবাস করতে হবে ১০. কিছুক্ষণ আগেই মঞ্জু বসুর সঙ্গে কথা হয়েছে, উনি কেঁদে ফেলেছেন ১১. বলছেন, দিদির (মমতা ব্যানার্জির) বাইরে কখনই যাব না ১২. তৃণমূলে ছিলাম, আছি, থাকব ১৩. মমতা ব্যানার্জি আমার মা, অভিভাবিকা ১৪. মুকুল রায় ওকে জোর করে এয়ারপোর্টে নিয়ে গিয়েছিলেন ১৫. বলেছিলেন, অন্তত একবার দেখা করুন, সেখানেই মঞ্জু বসু জানিয়ে দিয়েছিলেন, বিজেপির প্রার্থী হবেন না যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -