মুকুলের হাত ধরে সিঙ্গুরে উড়ল গেরুয়া পতাকা, বড় ধাক্কা শাসকশিবিরে বিশেষ খবর রাজ্য November 24, 2017 বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়ের হাত ধরে বড় ধাক্কা শাসকশিবিরকে। শাসক দলের অন্যতম গুরুত্ত্বপূর্ন জায়গা সিঙ্গুরে বিজেপিতে যোগদান বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের। সিঙ্গুরের জমি আন্দোলন ও নন্দীগ্রামই ভিত নড়িয়ে দিয়েছিল ৩৪ বছরের বাম সরকারের, তাই সিঙ্গুর এবং নন্দীগ্রাম বরাবরই শাসকদলের কাছে সংবেদনশীল জায়গা। আর সেই সিঙ্গুরেই এবার শাসকশিবিরে ফাটল ধরালেন মুকুল রায়। সূত্র মারফত জানা যাচ্ছে মুকুল রায়ের হাত ধরে আজ বিজেপিতে যোগ দিলেন সিঙ্গুরের টাটা প্রকল্পের জমির ইচ্ছুক ও অনিচ্ছুক কয়েকজন চাষি। সিঙ্গুর আন্দোলনের মধ্যমনি হল বেড়াবেড়ি, বিজেপি সূত্রে জানা যাচ্ছে, সেই বেড়াবেড়ির চাষিদের একাংশই এদিন যোগ দিলেন বিজেপিতে। বিজেপি অফিসে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায়। আপনার মতামত জানান -