এবার মানহানির মামলায় যুক্ত হল আরেক হেভিওয়েটের নাম বিশেষ খবর রাজ্য November 24, 2017 রাজ্যে রাজনীতিতে মামলার ছাড়াছাড়ি। এ এর নামে মানহানির মামলা করছেন তো ও তার নামে – এ তো চলছেই, এবার তাতে সংযোজন হলো আরেকটি হেভিওয়েট নাম। সূত্র মারফত জানা যাচ্ছে বিজেপি এবার মানহানির মামলা করতে চলেছে সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর বিরুদ্ধে। সূর্যকান্ত মিশ্রর বিরুদ্ধে অভিযোগ হলো তিনি প্রকাশ্যে প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্লীল শব্দ প্রয়োগ করেছেন। যার জন্য সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতিটি জেলা আদালতে মানহানির মামলা করবে বিজেপি। এদিন কোচবিহারে বিজেপি রাজ্য সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় একথা জানান। সাথে একজন শিক্ষিত মানুষ হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র কিভাবে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কেএইধরনের অশালীন মন্তব্য করলেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন। আপনার মতামত জানান -