এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শুধু দল ভাঙ্গিয়েই ক্ষান্ত নয়, সিঙ্গুরে এবার আইনি প্যাঁচ শুরু করতে চলেছে বিজেপি

শুধু দল ভাঙ্গিয়েই ক্ষান্ত নয়, সিঙ্গুরে এবার আইনি প্যাঁচ শুরু করতে চলেছে বিজেপি


সিঙ্গুরের জমি আন্দোলন ও নন্দীগ্রামই ভিত নড়িয়ে দিয়েছিল ৩৪ বছরের বাম সরকারের, তাই সিঙ্গুর এবং নন্দীগ্রাম বরাবরই শাসকদলের কাছে সংবেদনশীল জায়গা। আর সেই সিঙ্গুরেই এবার শাসকশিবিরে ফাটল ধরালেন মুকুল রায়। সিঙ্গুর আন্দোলনের মধ্যমনি হল বেড়াবেড়ি, বিজেপি সূত্রে জানা যাচ্ছে, সেই বেড়াবেড়ির চাষিদের একাংশই এদিন যোগ দিলেন বিজেপিতে। আর বিজেপির এই পদক্ষেপ শাসকদলের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কিন্তু এখানেই শেষ নয়, সিঙ্গুরকে আরো বেশি প্রাসঙ্গিক করতে রাজ্য বিজেপি এবার জমি আন্দোলনের অন্যতম মুখ ও বর্তমান তৃণমূল বিধায়ক বেচারাম মান্নাকে টেনে নিয়ে যেতে চলেছে আইনি লড়াইয়ে। সূত্রের খবর অনুযায়ী বেচারামবাবুর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছে রাজ্য বিজেপি। বিজেপির বক্তব্য, সম্প্রতি বেচারামবাবু প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে তাঁর অন্ত্যেষ্টি করেছেন, যা মোটেই প্রসংশনীয় নয়। ফলে তাঁকে এর জবাবদিহি আদালতেই করতে হবে। তবে ঘটনা যাই হোক রাজ্য-রাজনীতিতে সিঙ্গুর যেন আবারো প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!