এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে পোস্টার লাগলো বিজেপি

১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে পোস্টার লাগলো বিজেপি

এবার ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে বিজেপির নামে পোস্টার পড়ল, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গা ব্লক এলাকার চিলতোড় গ্রামে। স্থানীয়দের দাবী পোস্টার যে বিজেপিই দিয়েছে তার প্রমান হলো নীচে লেখা “BJP”, বিজেপি ওই পোস্টারের মাধ্যমে একগুচ্ছ অভিযোগ এনেছে বলে জানা যাচ্ছে, ওই পোস্টারে লেখা –
১. শ্রমিকদের বঞ্চিত করে মাটি না কেটেও নেতাদের পকেট ভরানো হচ্ছে
২. গরিবদের কাজ না দিয়ে নেতার স্বজন বন্ধুর কার্ড ব্যবহার করে সেই টাকা নেতারা পকেট ভরাচ্ছে
৩.খেটে খাওয়া মানুষদের ২০ দিন অথচ নেতাদের ও বন্ধুদের ১০০ দিন
৪.নেতাদের পরিবারে একাধিক জব কার্ড

সব মিলিয়ে অভিযোগ গুরুতর। যদিও এই নিয়ে চিলতোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বস্তিকা দুলে কোনোও মন্তব্য করেননি। তবে তৃণমূল কংগ্রেসের চিলতোড় অঞ্চল সভাপতি কল্যাণ মিশ্র বিজেপির এই অভিযোগকে নসাৎ করে বলেছেন বিজেপি অযথা তাদের বদনাম করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তবে বিজেপির এই সস্তা রাজনীতি মানুষ বোঝেন। এছাড়া তিনি বলেন যে বিজেপির স্থানীয় কয়েকজন নেতা কর্মী ব্যক্তিগত আক্রোশে এই পোস্টার দিয়েছেন। যদিও বিজেপির তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!