এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপিকে ঠেকাতে বিজেপির পরীক্ষিত পথেই পাল্টা দিতে চলেছে শাসকদল

বিজেপিকে ঠেকাতে বিজেপির পরীক্ষিত পথেই পাল্টা দিতে চলেছে শাসকদল


বিজেপি শিবিরে আঘাত হানতে বিজেপি দলের যুদ্ধরীতি আয়ত্ত্ব করতে উদ্যোগী হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির মতোই সোস্যাল মিডিয়ায় সক্রিয়তা দেখতে উৎসাহী হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত বিগত নির্বাচনগুলিতে বিজেপি সোস্যাল মিডিয়াকে প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেই সাফল্য পেয়েছে। অতীতের সেই ঘটনা থেকেই শিক্ষা গ্রহণ করে সার্বিক সাফল্য পেতে চাইছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচার থেকে শুরু করে সরকারের নানা উন্নয়নমূলক পরিকল্পনাকে জনগনের সামনে উপস্থাপন করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সোস্যাল মিডিয়া সেল তৈরী করেছে। রাজ্যের অনেক জেলাতেই ইতিমধ্যে এই সেল কাজ শুরু করে ও দিয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সম্প্রতি দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে  সর্বস্তরের নেতা-কর্মীদের সোস্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । শুধু তাই নয় সরকারের সমস্ত পরিষেবা, সামাজিক কর্মসূচী সোস্যাল মিডিয়ায় প্রচার করার জন্যে বলা হয়েছে। গত রবিবার বর্ধমান জেলার টাউন স্কুলে তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ সভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় পূর্ব এবং পশ্চিম বর্ধমানের দুই অংশের জন্যেই বিশেষ মিডিয়া সেল তৈরী করা হয়। এছাড়াও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে ঘোষণা করা হয় রাজ্যের প্রতিটি জেলায় সেল , গ্রুপ প্রভৃতি তৈরী করা হবে। গোটা রাজ্যে মোট ২৪টি হোয়াটস অ্যাপ গ্রুপ খোলা হবে । জানা যাচ্ছে রাজ্যের যুবা সম্প্রদায়কে উন্নয়ন কার্যের অংশীদার কররা জন্যেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।\

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!