এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধী শিবিরে ক্রমশ বাড়ছে তরুণ-রক্তের জোশ,২০১৯ এর আগে আরো চাপ মোদী-শাহর

বিরোধী শিবিরে ক্রমশ বাড়ছে তরুণ-রক্তের জোশ,২০১৯ এর আগে আরো চাপ মোদী-শাহর


লোকসভা ভোটের আগে বিজেপি শিবিরের রক্তচাপ বাড়াতে হাজির তরুণ তুর্কিনেতারা। এমনটাই আভাস দিচ্ছে রাজনৈতিক সূত্রের খবর। জানা যাচ্ছে সম্প্রতি বিজেপি বিরোধী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে ঘনিষ্ঠতা তুঙ্গে তরুন নেতা অখিলেশ সিংহ যাদব,জয়ন্ত চৌধুরি এবং তেজস্বী যাদবের। এদের কৌশলী দক্ষতার কাছেই তে উওরপ্রদেশ ও বিহারের পদ্মশিবিরকে দমন করা সম্ভব হয়েছে। আবার রাহুল গান্ধীর পরামর্শেই উওরপ্রদেশে নির্বাচনের আগে জোটবদ্ধ হতে দেখা গেছিলো আরএলডি, এসপি এবং বিএসপিকে। রাজনৈতিক সূত্রের খবর বলছে,অবিলম্বে এই তিন তরুণ নেতার সঙ্গে লোকসভার ভোটকে নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসবেন রাহুল গান্ধী। একটি প্রচার কমিটি তৈরি হবে। এবং যে নির্বাচনী কেন্দ্রগুলোতে দলীয় প্রার্থী নেই সেখানে অন্যান্যদের নিতে হবে প্রয়োজনীয় দায়িত্ব। একইসঙ্গে করা হবে সাংবাদিক সম্মেলনও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সম্প্রতি গুজরাত নির্বাচনের আগেও তরুণ ত্রয়ী নেতারা বিজেপির উদ্বেগের কারণ হয়েছিলো। তবে এই ত্রয়ীদের তালিকায় ছিলেন জিগ্নেশ মেবাণী,হার্দিক পটেল এবং অল্পেশ ঠাকোর। এরা সকলেই  সমাজের পিছিয়ে থাকা মানুষের প্রতিনিধি হিসাবে উঠে এসেছিলেন।অখিলেশ-জয়ন্ত-তোজস্বীর মতো পারিবারিক সূত্রে রাজনীতির সঙ্গে যোগাযোগ ছিল না তাঁদের। কর্নাটক ও কৈরানার উপনির্বাচনের ফলাফল এর পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তার থেকে এখনো অব্দি আন্দাজ করা যাচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে হাতে হাত ধরে আগামী লোকসভা নির্বাচনে লড়বেন মুলায়েম সিংহ যাদব,অজিত সিংহ এবং লালু প্রসাদজীর ছেলে। তবে এ নিয়ে নিশ্চিত খবর এখনো পাওয়া যায়নি। এদিকে এই তরুন তুর্কিরা রাহুলের সঙ্গে যে থাকবেন তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট। চলভাষে ভালোর যোগাযোগ আছে এঁদের সঙ্গে রাহুল গান্ধীর। এছাড়াও দিল্লিতে থাকলে অখিলেশ,জয়ন্ত,তেজস্বীদের সঙ্গে নৈশাহারে যেতে দেখা গেছে রাহুল গান্ধীকে। এইসব তরুন নেতাদের পারিবারিক যোগ আগে থেকেই রাজনীতির অঙ্গনে থাকলেও এঁরা যে নিজের যোগ্যতার জোরে রাজনীতির মাটিতে নিজেদের ভীত শক্ত করেছেন সে বিষয়ে সন্দেহ নেই দেশের রাজনৈতিকমহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!