এখন পড়ছেন
হোম > রাজ্য > খুলে গেল দরজা! চাকরিজীবী শিক্ষকদের জন্য বড়সড় সুখবর!

খুলে গেল দরজা! চাকরিজীবী শিক্ষকদের জন্য বড়সড় সুখবর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা চলছে। বারবার হাইকোর্টের পক্ষ থেকে এই ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করার কারণে একাধিক সমস্যা তৈরি হয়েছে। সেক্ষেত্রে কর্মরত চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ দিতে পারবেন কি না, তা নিয়েও নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছিল। তবে অবশেষে সেই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এল বড়সড় সুখবর। যেখানে হাইকোর্টের পক্ষ থেকে এবার উচ্চ প্রাথমিকে ইন্টারভিউতে চাকরিজীবী প্রার্থীদের নিয়ে দেওয়া হল সবুজ সংকেত। যার জেরে স্বস্তির নিঃশ্বাস বইছে সেই সমস্ত শিক্ষকদের মধ্যে।

সূত্রের খবর, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই ব্যাপারে একটি শুনানি হয়। আর সেখানেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কর্মরত শিক্ষকদের স্কুল সার্ভিস কমিশনে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এক্ষেত্রে তারা ইন্টারভিউ দিতে পারবেন। আর একেবারে ইন্টারভিউ প্রক্রিয়া শেষের দিন কর্মরত শিক্ষকদের নিয়ে এই ধরনের নির্দেশ আসার সাথে সাথেই রীতিমতো তৎপরতা শুরু হয় নানা মহলে। বলা বাহুল্য, গত 2016 সালের উচ্চ প্রাথমিকে পরীক্ষার পর আড়াই বছর পেরিয়ে গেলেও, কোন মেধা তালিকা প্রকাশ করা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার জেরে আবেদনকারীদের মধ্যে প্রায় হাজার জন ব্যক্তি অন্যান্য ক্ষেত্রে আবেদন করে চাকরি পেয়েছেন। তাই তারা যেহেতু চাকরি পেয়ে গিয়েছেন, সেক্ষেত্রে তারা আর অন্য কোনো ইন্টারভিউয়ে বসতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছিল সংসদ। স্বাভাবিকভাবেই সেই সমস্ত চাকরিপ্রার্থীদের মনে কিছুটা হলেও ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু হাইকোর্টের এই নির্দেশের ফলে তারা অনেকটাই স্বস্তিতে বলেই মনে করছেন একাংশ।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কর্মরত চাকরিপ্রার্থীদের এসএসসিতে বসতে না পারার জন্য মনে কিছুটা হলেও ক্ষোভ তৈরি হয়েছিল। সংসদের বক্তব্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। তবে অবশেষে ইন্টারভিউ প্রক্রিয়া শেষের দিন যেভাবে আদালতের পক্ষ থেকে সেই সমস্ত কর্মরত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে বসার ব্যাপারে সবুজসংকেত দেওয়া হল, তাতে তাদের মনে যে এখন ভবিষ্যৎ নিয়ে অনেকটাই আশার আলো তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!