এখন পড়ছেন
হোম > রাজ্য > বাংলায় বিজেপি-র বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন মদন মিত্র

বাংলায় বিজেপি-র বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন মদন মিত্র

শিলিগুড়ির এক দলীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্র.আর সেখান থেকেই বাংলায় বিজেপি-র বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন তিনি।তাঁর মতে বিজেপি বাংলায় কোথাও নেই। তিনি এদিন জানান যে,
”২৫ হাজারের বেশি আসনে প্রার্থী দিতে পারবে না বিজেপি। ৭০ হাজার আসনে প্রার্থী দিতে হলে ধার করতে হবে তৃণমূলের কাছে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভ্যানিস করে ছেড়েছেন সিপিএমকে। এখন দুরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের। এবার পালা বিজেপির। ২০১৯-এ বাংলা থেকে বিজেপিকে ভ্যানিস করে ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। অঙ্কই বলছে পঞ্চায়েতে জয় সুনিশ্চিত। আর তারপর ২০১৯-এ একেবারে ফিনিশ বিজেপি।” পাশাপাশি বিজেপিকে আক্রমণ করতেও ছাড়লেন না তিনি। এদিন তিনি বিজেপিকে তোপ দেগে বলেন, ”পশ্চিমবঙ্গে পদ্ম ফোটার কোনও সম্ভাবনা নেই। যাবতীয় সম্ভাবনা তৃণমূলকে ঘিরে। কারণ তৃণমূল ক্রমশ শক্তি সঞ্চয় করে দিল্লির দিকে এগোচ্ছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর দেশের মানুষকে ভুলিয়ে রাখতে পারবেন না মোদী। মোদীর কফিনে শেষ পেরেক পোতার কাজটা শুরু হবে বাংলা থেকেই।” দলকে নিয়ে তিনি জানান যে দল তার কাছে সব। আর এই নিয়েই তিনি বলেন, ”দল যেমন নির্দেশ দেবে, সেই নির্দেশ মেনে তিনি কাজ করবেন। এখনও দলের নির্দেশে তিনি এসেছেন উত্তরবঙ্গ সফরে। রাজ্যের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের একাধিক কর্মসূচি রূপায়ণের জন্যই তাঁর এই সফর।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!