এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিরোধীদের মুখে চুনকালি মাখিয়ে বড়সড় স্বস্তি বাবুলের, জেনে নিন বিস্তারিত!

বিরোধীদের মুখে চুনকালি মাখিয়ে বড়সড় স্বস্তি বাবুলের, জেনে নিন বিস্তারিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এতদিন আসানসোলের সাংসদ থাকলেও এলাকার ভোটার ছিলেন না তিনি। কিন্তু অবশেষে আসানসোলের ভোটার হলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সূত্রের খবর, বুধবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝির প্রকাশ করা ভোটার তালিকায় বাবুল সুপ্রিয় এবং তার সহধর্মিণীর নাম উঠেছে। স্বাভাবিকভাবেই ভোটার তালিকায় নিজের নাম ওঠায় এখন অনেকটাই স্বস্তিতে আসানসোলের বিজেপি সাংসদ।

প্রসঙ্গত উল্লেখ্য, 2014 সালে যখন আসানসোল লোকসভা কেন্দ্র জয়লাভ করেন বাবুল সুপ্রিয়, তখন পর্যন্ত তিনি উত্তর কলকাতার ভোটার ছিলেন। তারপর বহু চেষ্টা করা সত্ত্বেও আসানসোলের ভোটার তালিকায় তার নাম ওঠেনি। এদিকে নাম না থাকায় আসানসোল পৌরসভা এবং বিধানসভা নির্বাচনের সময় তিনি সেখানে থাকতে পারেননি। তবে অবশেষে সেই ভোটার তালিকায় নাম ওঠায় এখন অনেকটাই খুশি এই বিজেপি সাংসদ।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম যখন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হন বাবুল সুপ্রিয়, তখন আসানসোলের মহিশীলা কলোনির বটতলা বাজারে প্রথমা নামের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। পরবর্তীতে তিনি সেই ফ্ল্যাট কিনে নেন। এরপর 2019 সালে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আসানসোল পৌরনিগমের 42 নম্বর ওয়ার্ডে একটি ফ্ল্যাটের উল্লেখ ছিল। এবার সেই ঠিকানায় ভোটার হলেন এই বিজেপি সাংসদ। জেলাশাসকের পক্ষ থেকে প্রকাশ করা ভোটার তালিকায় নিজের নাম দেখে কার্যত উজ্জীবিত হতে দেখা গেছে বাবুলবাবুকে। তিনি বলেন, “প্রথমত আমি আসানসোলের সাংসদ এবং আসানসোলের সঙ্গে মনেপ্রাণে জড়িয়ে গিয়েছি। তাই আসানসোলের ভোটার হওয়াই ভালো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দ্বিতীয়ত, এর আগে যতবার আমি ভোটের সময় নিজের কেন্দ্রে থাকার চেষ্টা করেছি, নোংরামি করে আমাকে আটকে দেওয়া হয়েছে। আমি আসানসোলের ভোটার নই। তাই অজুহাত দেখিয়ে আমাকে আটকানো হয়েছে। তাই মানুষের স্বীকৃতির পাশাপাশি এই কাগুজে স্বীকৃতিটা জরুরি ছিল। সর্বোপরি আসানসোলের ভোটার তালিকায় আমার ও আমার পরিবারের নাম ওঠায় বিজেপির স্থানীয় কার্য কর্তারা খুব খুশি।” বিশ্লেষকরা বলছেন, এলাকার জনপ্রতিনিধি হিসেবে বাবুল সুপ্রিয় যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন।

কিন্তু এলাকায় ভোটার তালিকায় সরকারিভাবে বাসিন্দা না হওয়ায় তাকে অনেকটাই অসুবিধের মুখে পড়তে হয়েছিল। বিভিন্ন স্থানীয় নির্বাচনের সময় তিনি এলাকায় থাকতে পারছিলেন না। যার ফলে তৈরি হয়েছিল সমস্যা। কিন্তু এবার ভোটার তালিকায় আবেদন করার পর যেভাবে তিনি সরকারিভাবে এখানকার বাসিন্দা হলেন, তাতে তার অনেকটাই সুবিধে হল বলে মনে করা হচ্ছে। এখন থেকে তিনি এলাকায় পড়ে থেকেই বাসিন্দা হিসেবে মানুষের পাশে আরও বেশি করে থাকতে পারবেন বলে দাবি বিজেপি নেতা কর্মীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!