এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলায় কবে হতে চলেছে বিধানসভা নির্বাচন? রাজ্য সফরে বেরিয়েই বড়সড় ইঙ্গিত দিলেন মুকুল রায়

বাংলায় কবে হতে চলেছে বিধানসভা নির্বাচন? রাজ্য সফরে বেরিয়েই বড়সড় ইঙ্গিত দিলেন মুকুল রায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের বিরোধী দল বিজেপি তাঁদের সাংগঠনিক ভিত মজবুত করার পথে আরো কয়েক ধাপ এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সম্প্রতি রাজনৈতিক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, 2021 এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই রাজ্য বিজেপির সাংগঠনিক রদবদল হয়েছে। আর সেই সূত্রেই এবার বাংলার ময়দানে তৃণমূলের জমি কাড়তে উদ্যোগী হয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।

এরই পরিপ্রেক্ষিতে তিনি এবার প্রচার শুরু করলেন বীরভূমে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী লকডাউন এর সময়ে জনসমক্ষে এসে আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ উত্থাপন করেন। আর এবার প্রধানমন্ত্রীর সেই বার্তার প্রচারে বেরিয়েই বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য সুচারুভাবে জমি প্রস্তুত শুরু করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি স্পষ্ট করেছেন, আর ন মাস পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসে রাজ্যের বিধানসভা নির্বাচনের আয়োজন শুরু হয়ে যাবে।

আর তার আগেই রীতিমতো কোমর বেঁধে বিজেপির হয়ে প্রচারের দায়িত্ব নিয়ে অনুব্রত মন্ডলের গড়ে হাজির হলেন মুকুল রায়। বেশ কিছুদিন ধরেই মুকুল রায় সংবাদ শিরোনামে উঠে এসেছেন কিছু বিষয়ের ওপর নির্ভর করে। সম্প্রতি তাঁকে নিয়ে হচ্ছে জোর আলোচনা। তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রত্যাবর্তন করতে পারেন বলে অনেকেই মাথা ঘামাচ্ছেন। আবার অনেকেরই দাবি, মুকুল রায় হয়তো নিজের পুরনো দলে আবার ফিরে আসবেন। কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরে এদিন নিজেই দিয়েছেন মুকুল রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর মতে, তিনি যেভাবে কলকাতা দিল্লি সফর করেন, তা নিয়ে বেশ কিছু মানুষ অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এবং তাতে সংবাদমাধ্যমের প্রচার বাড়ছে। তবে তিনি নিজেকে একজন দলীয় সৈনিক হিসেবে নির্দিষ্ট করে জানান, প্রধানমন্ত্রী যা ভাববেন বা যা করবেন সেটাই একজন সৈনিক হিসেবে মুকুল রায় পালন করবেন। এদিন বীরভূমে এসে মুকুল রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধেও আক্রমণ করেন বলে জানা গেছে। সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের জন্য 25 কোটি টাকা খরচ করেছেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন।

এ প্রসঙ্গে মুকুল রায় এদিন জানান, “রেলের ভাড়া সমেত পরিযায়ীদের জন্য ৮৫ শতাংশ খরচ বহন করেছে কেন্দ্রীয় সরকার।” অন্যদিকে সম্প্রতি অনুব্রত মণ্ডল বীরভূমে বিজেপির বিরুদ্ধে প্রচার চালানোর উদ্দেশ্যে বলেন, এবার বিজেপির বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবে তৃণমূল কর্মীরা। কিন্তু তার আগেই মুকুল রায় পাল্টা চাল দিয়ে গেলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে মুকুল রয় এদিন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল শিবিরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনের নির্বাচন রাজ্যের গণতন্ত্র বজায় থাকার দিকেই দিক নির্ণয় করবে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, যেভাবে বিজেপি একটু একটু করে 2021 এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে নিজেদের সাংগঠনিক ভিত মজবুত করে চলেছে, সেদিকে দেখতে গেলে কিন্তু বোঝাই যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলকে কোণঠাসা করতে উদ্যোগী গেরুয়া শিবির। এবং সাংগঠনিক তৎপরতার জোরেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে মুকুল রায় বিধানসভা নির্বাচনের জমি শক্ত করতে নেমে পড়লেন। আপাতত শাসকদল কিভাবে রাজ্যের বিরোধী দলের এই সাংগঠনিক চাপ সামলায়, সেদিকে নজর রাখছে রাজনৈতিক দলের পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!