এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবারো নিজেদের গড়ে বড়সড় ধাক্কা খেল বিজেপি! বড়সড় যোগদান করিয়ে তৃণমূল ছিনিয়ে নিল পঞ্চায়েত

আবারো নিজেদের গড়ে বড়সড় ধাক্কা খেল বিজেপি! বড়সড় যোগদান করিয়ে তৃণমূল ছিনিয়ে নিল পঞ্চায়েত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই দেখা যাচ্ছিল, বিভিন্ন দল থেকে বহু নেতাকর্মী বিজেপিতে যোগদান করেছেন। আগামী দিনে রাজ্য রাজনীতিতে আসছে আরেকটি উল্লেখযোগ্য লড়াই- 2021 এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের লক্ষ্যে সংগঠনকে মজবুত করে তুলতে ইতিমধ্যেই বেশ জোর লাগিয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি। কিন্তু তার মধ্যেই প্রতিটি রাজনৈতিক দল চেষ্টা চালিয়ে যাচ্ছে, অন্যের গড়ে ভাঙন ধরানোর। এরকমই একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে পুরুলিয়া শহরে।

সম্প্রতি সেখানে বিজেপির দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ার ফলে পুরুলিয়ার এক নম্বর ব্লকের ডুরকু পঞ্চায়েতটি এবার বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল শিবির। সূত্রের খবর, রবিবার বিজেপির 2 জন সদস্য- জিতেন বাউরী, সুজাতা মাহাতো এবং পঞ্চায়েত সমিতির সদস্য কল্যাণী সিং সর্দার তৃণমূলে যোগদান করেন। আর তার পরেই এই বিপর্যয় ঘটে বিজেপি শিবিরে। সূত্রের খবর, এই তিনজনের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি মন্ত্রী শান্তিরাম মাহাতো।

তবে তৃণমূল থেকে দাবি করা হচ্ছে, বিজেপির ওই তিন সদস্য ছাড়াও আরো বহু নেতা কর্মী বিজেপি ছেড়েছেন। সূত্রের খবর, পুরুলিয়া ডুরকু গ্রাম পঞ্চায়েতটি দশটি আসন বিশিষ্ট। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সেখানে 6 টি আসন পায়। যেখানে সিপিএম পায় একটি এবং তৃণমূল পায় তিনটি আসন। এদিন বিজেপি থেকে দুজন তৃণমূলে যোগ দেওয়ার ফলে তৃণমূলের আসন সংখ্যা হল পাঁচটি এবং অন্যদিকে বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়াল 4। ফলে হিসাব অনুযায়ী এই পঞ্চায়েতটি বিজেপির হাতছাড়া হলো বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা গেছে, দল ত্যাগ করার পরে বিজেপির সদস্যরা পূর্ব দলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে। তাঁদের মতে, বিজেপি থেকে কাজ করা সম্ভব হচ্ছিল না। তাই মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে বিজেপি ছেড়ে তাঁরা তৃণমূলে এলেন। জানা গিয়েছে, পুরুলিয়ায় এদিন তৃণমূলের সহ-সভাপতি রবীন্দ্রনাথ মাহাতো, পুরুলিয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শিবরাম কালিন্দী সহ ব্লকের অন্যান্য নেতাদের সামনে এই দল বদল এর ঘটনা ঘটেছে।

অন্যদিকে জানা যাচ্ছে, পুরুলিয়ার কাশীপুর বিধানসভার হুড়া ব্লকের রখেড়া-বিষপুরিয়া অঞ্চলের রামপুর গ্রামের থেকে 85 টি পরিবার বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক স্বপন বেলথড়িয়া। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে 2019 এর লোকসভা নির্বাচনের পর রাজনৈতিক মঞ্চের একদম সামনের সারিতে চলে আসে বিজেপি। কিন্তু বর্তমানে বাংলাতে রীতিমত উল্টো স্রোতের ধারা সইতে হচ্ছে বিজেপিকে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনে জেতার জন্য সবার আগে প্রয়োজন সাংগঠনিক জোর। তাই লড়াইতে যদি বিজেপিকে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই এদিকটা দেখতে হবে। বিশেষজ্ঞরা কিন্তু ইঙ্গিত দিচ্ছেন, লোকসভা ভোটে পিছিয়ে থেকেও তৃণমূল কিন্তু কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সমর্থ হয়েছে। এই অবস্থায় বিজেপি শিবির থেকে ক্রমাগত দলবদল হলে আগামীদিনে রাজ্যে বিজেপি কিন্তু যথেষ্ট বেকায়দায় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!