এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ বাংলায় গেরুয়া ঝড় তুলতে শিবরাজের সঙ্গী 2014-তে উত্তরপ্রদেশে গেরুয়া ঝড় তোলা ‘নায়ক’

আজ বাংলায় গেরুয়া ঝড় তুলতে শিবরাজের সঙ্গী 2014-তে উত্তরপ্রদেশে গেরুয়া ঝড় তোলা ‘নায়ক’


আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যে গেরুয়া ঝড় তুলতে বিভিন্ন সময় নানা কৌশল নিচ্ছেন বিজেপি নেতারা। কদিন আগেই রাজ্যে “গণতন্ত্র বাচাও” নামক রথযাত্রা কর্মসূচি করে শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করতে চাইলে আদালতে ধাক্কায় তা আর সম্ভব হয়নি।

কিন্তু যেনতেন প্রকারেন রাজ্যে পদ্ম ফুটাতে যে দলের সংগঠনকে নিয়ে প্রচারের ফোরফ্রন্টে থাকতে হবে তা উপলব্ধি করেছিলেন রাজ্য বিজেপির দিলীপ ঘোষ, মুকুল রায়রা। আর তাইতো রথযাত্রা কর্মসূচি বাতিলের পর রাজ্যের 42 টি লোকসভা কেন্দ্রে 42 জন হেভিওয়েট নেতাদের এনে সভা করতে উদ্যোগী বিজেপি।

সূত্রের খবর, আগামীকাল জলপাইগুড়িতে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই সভাকে ঘিরেই এখন জেলায় জেলায় জোর প্রচার চালাতে ব্যর্থ গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। কখনও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তো কখনোবা মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, আবার কখনোবা উত্তরপ্রদেশের হেভিওয়েট বিজেপি মুখ্যমন্ত্রী তথা হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে পরিচিত যোগী আদিত্যনাথকে রাজ্যে এনে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে নিজেদের দলীয় সংগঠনকে চাঙ্গা করতে ব্যস্ত গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার প্রধানমন্ত্রীর সভার ঠিক আগেই সেই উত্তরপ্রদেশে গেরুয়া ঝড় তুলে দেওয়া উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যকে রাজ্যে আনছে বিজেপি। সূত্রের খবর, আজ মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উত্তর 24 পরগনায় এবং উত্তরপ্রদেশের বিজেপির উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য হাওড়ার উলুবেড়িয়ায় সভা করবেন। আর তাদের এই সভা ঘিরেই এখন জোর প্রস্তুতি শুরু হয়েছে সেই হাওড়া এবং উত্তর 24 পরগনায়। তবে দলের হেভিওয়েট এই দুই নেতার সভাকে নিয়েও রাজ্যের শাসক দল চক্রান্ত করছে বলে অভিযোগ বিজেপির।

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, “মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সভার জন্য বিভিন্ন মাঠ প্রশাসন অনুমতি দেয়নি। তাই শেষে পানিহাটির একটি হলে সভার আয়োজন করা হয়েছে। হেলিকপ্টার নামার বিষয়েও প্রবল বাধার সম্মুখীন হতে হচ্ছে।”

এদিকে মাধ্যমিক পরীক্ষার কারণে আগামী 9 ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে মাইক টাঙ্গানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ফলে সেই দিক থেকে বেশ কিছুদিন রাজনৈতিক দলগুলোর প্রচারে ছেদ পড়তে পারে। আর তার আগে আগামীকাল প্রধানমন্ত্রীর জলপাইগুড়ির সভা দিয়েই বিজেপির প্রথম পর্বের প্রচার কর্মসূচী শেষ হচ্ছে বলে দাবি গেরুয়া শিবিরের নেতাকর্মীদের। সব মিলিয়ে এবার রাজ্যে গেরুয়া ঝড় তুলতে পা রাখছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য এবং মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!