শিলং ‘যুদ্ধ’ সহজ হবে না বুঝেই চূড়ান্ত প্রস্তুতি নিয়েই যাচ্ছেন রাজীব কুমার, শেষ হাসি হাসবে কে? জাতীয় রাজ্য February 7, 2019 রাজ্য বনাম কেন্দ্রের সংঘাত তীব্র থেকে তীব্রতর মাত্রা নেওয়ার পরেই অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে এবার সিবিআইয়ের মুখোমুখি হওয়ার কথা কিন্তু কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারের। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের চূড়ান্ত মাত্রায় পৌঁছয়। কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলে ধরনায় বসে যান। আর তারপরেই এই ব্যাপারে দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যে, সিবিআইয়ের মুখোমুখি জেরায় বসতে হবে রাজীব কুমারকে। এমনকি শিলংয়েই এই জেরা করা হবে বলেও সেই জায়গা ঠিক করে দেয় শীর্ষ আদালত। আর শীর্ষ আদালতের পক্ষ থেকে এহেন নির্দেশের পর আগামী 8 ফেব্রুয়ারি তিনি সিবিআইয়ের মুখোমুখি হতে প্রস্তুত বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে মেইল করে জানান কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। তবে ঠিক কবে সেই রাজীব বাবুকে জেরা করা হবে তা একান্তই তাঁদের নিজস্ব ব্যাপার বলে পাল্টা জানিয়ে দেয় সিবিআই। তবে জেরার জন্য তো আর বসে থাকলে চলে না! তাই এবারে সেই রাজীব কুমারকে জেরা করতে ইতিমধ্যেই নিজেদের প্রশ্নমালা সাজাতে ব্যস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। জানা গেছে, কলকাতা পুলিশ কমিশনারকে জেরার জন্য সমস্ত প্রকার নথি নিয়ে তার মুখোমুখি বসতে চাইছে সিবিআই। এদিকে সিবিআইয়ের পক্ষ থেকে যখন এহেন তৎপরতা চলছে, ঠিক তখনই তার জবাবে যাতে কোনো রকম ফাঁকফোকর না থাকে তার জন্য সমস্ত নথি থেকে শুরু করে কাগজপত্র সাজাতে শুরু করেছেন রাজীব কুমারও। একাংশের মতে, এই জেরা পর্বে বাজেয়াপ্ত হওয়া নথির প্রসঙ্গ উঠে আসতে পারে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এমনকি সিবিআইয়ের পক্ষ থেকেও দাবি করা হতে পারে যে, অনেক থানাই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে কোনো অভিযোগ নিতে চায়নি। আর এই সমস্ত প্রশ্নকে ভিত্তি করেই যখন প্রশ্নমালা তৈরি করছে কেন্দ্রের তদন্তকারী সংস্থার কর্তাব্যক্তিরা, ঠিক তখনই সেই সমস্ত প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যায় তা নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা সারছেন রাজ্যের পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। এমনকি এই ব্যাপারে রাজ্যের এক পুলিশকর্তা এদিন বলেন, “সিবিআইয়ের জেরায় নগরপাল রাজীব কুমারের উত্তর শোনার পর সিবিআইয়ের আর কোনো অভিযোগই ধোপে টিকবে না।” অন্যদিকে সারদার ফাইল গোপন করা নিয়েও রাজ্যের বিরুদ্ধে প্রশ্নমালা সাজাতে চলেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা। জানা গেছে, সারদা চিটফান্ড কেলেঙ্কারি 357 টি ফাইল পাওয়া গেলেও এখনও 109 টি ফাইল অমিল রয়েছে। তাই সেগুলো কোথায় গেল তা নিয়েও জেরা করা হতে পারে। সব মিলিয়ে এবার কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার জন্য যখন আটঘাট বেঁধে নামছে সিবিআই, ঠিক তখনই পাল্টা নিজের উত্তরে যাতে কোনো রকম খামতি না থাকে তার জন্যও সব রকম প্রস্তুতি নিয়ে রাখছেন সেই রাজীব কুমার। এখন শিলংয়ের এই জেরা পর্বে কে শেষ হাসি হাসে সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -