এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিতর্কিত পোস্টের পরেও অবস্থানে অনড় মমতার সৈনিক! কটাক্ষ বিজেপির!

বিতর্কিত পোস্টের পরেও অবস্থানে অনড় মমতার সৈনিক! কটাক্ষ বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি ত্রিপুরাতে পা রেখেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই তার ওপর হামলা নেমে এসেছিল বলে অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের। যে ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই জেলায় জেলায় বিক্ষোভ করতে শুরু করেছে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে একটি বিতর্কিত ফেসবুক পোস্ট করেন দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। যেখানে ত্রিপুরার ঘটনার পর দিনহাটার বিজেপি নেতা কর্মীদের ভালো করে দেখাশুনা করতে হবে বলে তার একটি ফেসবুক পোস্ট ঘিরে নানা মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অনেকেই বলতে শুরু করেন, উদয়ন গুহ এইরকম ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে পরোক্ষে এই এলাকার বিজেপি নেতা কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন। যা ব্যাপক আতঙ্ক এবং রাজনৈতিক সন্ত্রাসের সৃষ্টি করবে বলেই মনে করেন একাংশ। আর এই পরিস্থিতিতে এবার সেই উদয়ন গুহর বিরুদ্ধে সরব হতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। যদিও বা এই ফেসবুক পোস্ট নিয়ে কোনোরকম অনুশোচনা নেই হেভিওয়েট সেই তৃণমূল নেতার। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ক্রমশ বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, এদিন উদয়ন গুহ এই ধরনের ফেসবুক পোস্ট করতেই নানা মহলে শোরগোল পড়ে যায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিরোধীদলের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিতে শুরু করেছেন এখানকার প্রাক্তন তৃণমূল বিধায়ক। ইতিমধ্যেই এই ব্যাপারে সরব হয়েছেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। এদিন তিনি বলেন, “জাতীয় মানবাধিকার কমিশন বলছে, এখানে আইনের শাসন চলে না। এখানে শাসকের শাসন চলে। তার প্রকৃত উদাহরণ উদয়ন গুহর ফেসবুক পোস্ট। এই ঘটনায় আমরা ধিক্কার জানাই। আমরা সংবাদ মাধ্যমের দ্বারা জেলা প্রশাসনকে জানাতে চাই, এরপর কোচবিহার জেলায় যদি তৃণমূল কোনো বিজেপি কর্মীর ওপর আক্রমণ করে, তাহলে তার জন্য দায়ী থাকবেন উদয়ন গুহ। এই বিষয়ে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তা না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হবে।” যদিও বা বিজেপি বিধায়কের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ সেই তৃণমূল নেতা উদয়ন গুহ। নিজের ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে পাল্টা যুক্তি দিতে দেখা গিয়েছে তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন, “আমি যে পোস্ট করেছি, তাতে অন্যায়ের কিছু নেই। যাদের মনে পাপ রয়েছে, তারা ভয় পাবে। আমি কোথাও লিখিনি, কারও উপর আক্রমণ করতে হবে, কিংবা কাউকে মারতে হবে। আমি পরিষ্কার বলছি, তাদের ভালোভাবে দেখাশোনা করতে হবে। এতে ভয় পাওয়ার কি রয়েছে!” একাংশের মতে, ত্রিপুরার ঘটনা ঘটার পর কেন তাহলে উদয়ন গুহ এই ধরনের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করলেন? বিজেপি নেতা কর্মীদের ভালো করে দেখাশোনা করতে হবে বলে কি বোঝাতে চাইলেন তিনি?

এখন তা নিয়ে পাল্টা প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বলা বাহুল্য, বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে গিয়েছে কোচবিহারের এই দিনহাটা এলাকা। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে তা স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। আর এবার উদয়ন গুহর এই ধরনের ফেসবুক পোস্ট বিজেপির হাতে যে বাড়তি হাতিয়ার তুলেছিল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!