এখন পড়ছেন
হোম > জাতীয় > কাঠুয়া গণধর্ষণকাণ্ডের জেরে মোট ১১ মন্ত্রীকে বরখাস্ত করল বিজেপি

কাঠুয়া গণধর্ষণকাণ্ডের জেরে মোট ১১ মন্ত্রীকে বরখাস্ত করল বিজেপি


কাঠুয়া গণধর্ষণকাণ্ডের জেরে মোট ১১ মন্ত্রীকে বরখাস্ত করল বিজেপি। কাঠুয়ায় এক মুসলিম বালিকাকে মন্দিরে অপহরণ করে এনে একাধিকবার গণধর্ষণের অভিযোগ ওঠে। ৬ জন হিন্দুকে পুলিশ গ্রেপ্তারও করে। এই হিন্দুদের সমর্থনে কাঠুয়ায় মিছিল করা হয় এবং তাতে পা মেলান মেহবুবা মুফতি-র মন্ত্রিসভার দুই জন বিজেপি মন্ত্রী লাল সিং ও চন্দর প্রকাশ। এরপরই দুই নেতার বিরুদ্ধে জম্মু কাশ্মীর সহ গোটা দেশ সরব হয়। এখন চাপের মুখে বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পিডিপি-র কাছে ২৫ সদস্যের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি সহ ১৫ জন সদস্যের আসন রয়েছে। বাকি আসনগুলি বিজেপির দখলে। কিন্তু এই আসন থেকে ২ জন মন্ত্রী আগেই পদত্যাগ করেন। এরপর আরো ৯ জন সদস্যকেও পদত্যাগের নির্দেশ দিল বিজেপি। এরমধ্যেই বিজেপি নেতা অভিষেক খান্নার বিজেপি বিধায়কদের সাথে বৈঠক শুরু করেছেন। বিজেপি সূত্র থেকে জানা গেছে, আগামী ২০ এপ্রিলের মধ্যে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো হবে। যদিও বিজেপি সূত্রের দাবি পুরোনোদের সরিয়ে নতুন মুখ আনার জন্যই এই রদবদল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!