এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাড়িতে গাছ লাগান? জ্যোতিষশাস্ত্র মতে জেনে নিন সঠিক নিয়ম, নাহলে তাড়া করতে পারে দুর্ভাগ্য!

বাড়িতে গাছ লাগান? জ্যোতিষশাস্ত্র মতে জেনে নিন সঠিক নিয়ম, নাহলে তাড়া করতে পারে দুর্ভাগ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সংস্কৃত শব্দ ‘ বাস্তু ‘ বলতে সাধারণত জমির সঙ্গে সম্পর্কিত কিছু আবাস স্থলকে বোঝায়। সকলের কাছে তার বাড়িটি নিরাপদ শান্তির আশ্রয়। অনেকে আবার তাই সুন্দর করে সাজাতে ভালোবাসেন সেটি। কেউ করেন নজরকাড়া ডিজাইন, তো কেউ দেওয়ালে রাখেন নানা ছবির সমারোহ। এখন তো আবার থিম নিয়ে বাড়ি সাজানোর রেওয়াজ শুরু হয়েছে অনেক জায়গায়। তবে যে যাই করুক না কেনো, বাড়ি সাজতে যে গাছের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা একবাক্যে স্বীকার করবেন সবাই। তবে জ্যোতিষ মেনে কোন গাছ পুতলে আপনার ভাগ্য ঘুরে যেতে পারে, আসুন জেনে নিন।

তুলসি গাছ – হিন্দু শাস্ত্রে তুলসি গাছের মহিমা সর্বজন স্বীকৃত। এই গাছকে দেবী রূপে পূজা করা হয়। তাই প্রতি হিন্দু ঘরে তুলসি গাছ থাকবে না সেটা হতে পারে না। শুধু তাই নয়, এই গাছের পাতা অ্যান্টি ব্যাকটেরিয়াল, তাই আপনার সর্দি কাশি থেকে শুরু করে ত্বকের সমস্যায় কাজে আসতে পারে সর্বদা।

ফুলের গাছ – পুজো করতে আমাদের সকলের ফুলের প্রয়োজন। আর সেই জন্য নিজের বাড়িতে পছন্দের ফুল গাছ লাগাতে চাই আমরা অনেকেই। কাজে লাগার সঙ্গে ফুলে ভর্তি গাছ দেখতেও ভালো লাগে বেশ। গন্ধও ছড়ায় সুন্দর। তাই বকুল, টগর, অশোক, মল্লিকা, গোলাপ ফুলের রোপণ বাড়িতে লক্ষ্মী দেবীর আগমন ঘটায় বলে মনে করা হয়। শুধু তাই নয় এই গাছগুলি লাগলে কেটে যেতে পারে আপনার বাস্তু দোষও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলের গাছ – ফুলগাছ হিসেবে লাগাতে পারেন নারকেল, সুপারি, আম, আমলকী, জাম , কাঁঠালের মত গাছ।

তবে শুধু লাগলেই হবে না, নজরে রাখতে হবে কিছু নিয়ম।

প্রথমতঃ– গাছগুলি যাতে সহজ ভাবে বেড়ে উঠতে পারে সেদিকে নজর দিতে হবে।

দ্বিতীয়তঃ – নিয়ম করে দিতে হবে জল, সার। প্রয়োজনে চেটে দিতে হবে ডালপালা।

তৃতীয়তঃ – পশ্চিম, উত্তর ও পূর্বদিকে বাগান করলে তা বাড়ির পক্ষে শুভ।

চতুর্থতঃ – গাছগুলি যাতে ঠিকমতো অক্সিজেন দিতে পারে তাই পাতা পরিষ্কার রাখতে হবে। মাটি কুপিয়ে দিতে হবে।

পঞ্চমত – যারা ফ্ল্যাটের মত ছোট জায়গায় থাকেন, তারা পাথরের বা মাটির টবে গাছ করতে পারেন। সেক্ষেত্রে যত্ন নিতে হবে একটু বেশি।

বর্তমান পরিস্থিতিতে গৃহবন্দি জীবনে যেখানে বাইরে থেকে সমস্ত কেনা জিনিসেই আতঙ্ক লাগে, সেখানে ঘরে সবজি বা ফুল ফলের গাছ থাকলে কারও কাছে নির্ভর করতে হয়না। সঙ্গে অনেকটা সুন্দর সময়ও কেটে যায় এই সবুজ সাথীদের পরিচর্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!