অনুব্রতর পর বেফাঁস মন্তব্য করে এবার বিতর্কে জড়ালেন রাজ্যের আর এক মন্ত্রী রাজ্য December 4, 2017 অনুব্রত বিখ্যাত তাঁর মন্তব্যের জন্য। কখনো চরাম চরাম ,আবার কোনো বোমা মারা, তো কখনো বিরোধীদের মেরে চোখ উপরে নেওয়া এইসবের বিধান দিচ্ছেন সবসময় তাঁর দলের কর্মীদের। এবার তাঁরই পথ অনুসরণ করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়৷ হাওড়ায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ‘‘যে যার খুশি রাজনৈতিক দল করতেই পারেন৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গালমন্দ করবেন না৷ দলনেত্রীর বিরুদ্ধে কুৎসা রটালে তাকে বেধড়ক মারধর করা হবে৷’’যার জেরে শুরু বিতর্ক। অনুব্রত মণ্ডলের সুরেই মন্ত্রী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ খারাপ কথা বললে তাঁকে বেধড়ক মারুন৷ কাউকে ছাড়বেন না৷ দলনেত্রীর বিরুদ্ধে কুৎসা রটালে তার হাত ভেঙে দেবেন৷’’এদিন বিজেপিকেও বিঁধলেন তিনি নাম না নিয়ে মুকুল রায় সম্পর্খে বলেন ‘‘দলের একজন ক্ষীর খেয়ে চলে গেছে, তাতে কিছু যায় আসে না৷ মমতা বন্দ্যোপাধ্যায় কারোর মাথা থেকে হাত তুলে নিলে তার কোনও অস্তিত্ব থাকবে না৷’’ একজন মন্ত্রী হয়ে কিভাবে কর্মীদের এমন বিধান তিনি দিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এই নিয়ে তৃণমূলের অন্য কোনো নেতা নেত্রীর প্রতিক্রিয়া পাওয়া যায় নি। আপনার মতামত জানান -