তৃণমূলের বিরুদ্ধে এবার আরও বড় অস্ত্র প্রয়োগ গেরুয়া শিবিরের, লড়াই জোরদার কলকাতা তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য January 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচনে বাংলার মসনদ দখল করতে মরিয়া রাজ্যের গেরুয়া শিবির। রাজ্য প্রশাসনের বিরোধীতা থেকে শুরু করে দিল্লিতে বসে একুশের নির্বাচন জয়ের ব্লু প্রিন্ট তৈরি- সবদিক থেকে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা। তবে রাজ্য বিজেপি এবার আরও একধাপ এগিয়ে ভোটের সময় তৃণমূলকে পুরোপুরি বিপাকে ফেলার চেষ্টায় এবার নির্বাচন কমিশনকে প্রয়োগ করতে চলেছে বলে জানা যাচ্ছে। এদিকে দিল্লিতেও বর্তমানে চলছে গেরুয়া শিবিরের হাইভোল্টেজ বৈঠক। পাশাপাশি তৃণমূল শিবিরের আরেক সংসদ সদ্য বেসুরো হয়েছেন, তিনিও আজ দিল্লিতে। সব মিলিয়ে বাংলার রাজনীতিতে চলছে এই মুহূর্তে প্রবল জল্পনা। অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় ইতিমধ্যেই জানিয়েছেন, তৃণমূলের প্রায় 40 জন বিধায়ক, নেতা বিজেপিতে আসার জন্য তৈরি। যথারীতি রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, গেরুয়া শিবিরের দাবি আক্ষরিক অর্থে তৃণমূলের ওপর চাপ সৃষ্টি করার জন্যই। আর এই চাপ সৃষ্টি করতে আরো এক ধাপ এগোল রাজ্য বিজেপি। তৃণমূলকে বিপাকে ফেলতে এবার নির্বাচন কমিশনের কাছে 2018 সালের নির্বাচনে হওয়া হিংসার প্রতিচ্ছবি তুলে ধরতে প্রস্তুত গেরুয়া শিবির। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্যের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং সেখান থেকেই কড়া বার্তা দিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত ছয় মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটেই খুশি করতে পারেনি উপ নির্বাচন কমিশনারকে। আর সে জায়গা থেকেই রাজ্যের পুলিশ কর্তারা একাধিক প্রশ্নের মুখে পড়েন। অন্যদিকে সামনের একুশের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক হিংসা রুখতে এবং নিরাপত্তা আঁটসাট করতে রাজ্য গেরুয়া শিবির সরব হতে চাইছে। পাশাপাশি গত নির্বাচনে রাজ্যের হিংসার পরিসংখ্যান তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে তৃণমূলকে কোণঠাসা করতে প্রস্তুত গেরুয়া শিবির। বিশেষজ্ঞদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচন রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের কাছে যথেষ্ট চ্যালেঞ্জের। রাজ্যের শাসক দল তৃণমূল থাকলেও বর্তমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভাঙ্গন নিয়ে ইতিমধ্যেই শোরগোল রাজ্যজুড়ে। পাশাপাশি তৃণমূল শিবিরের ভাঙ্গনের ফলে দলভারী হচ্ছে গেরুয়া শিবিরের। এই অবস্থায় তৃণমূল শিবিরকে পুরোপুরি বিপাকে ফেলতে গেরুয়া শিবিরের হাতে তুলে নিচ্ছে এবার নতুন অস্ত্র- নির্বাচন কমিশন। আপনার মতামত জানান -