এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল কর্মীকে গুলিকান্ডে খুনের মামলায় জড়ালো হেভিওয়েট বিজেপি সাংসদের, বাড়ছে উত্তেজনা!

তৃণমূল কর্মীকে গুলিকান্ডে খুনের মামলায় জড়ালো হেভিওয়েট বিজেপি সাংসদের, বাড়ছে উত্তেজনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের বাংলায় সবথেকে বেশি রাজনৈতিক সংঘর্ষ যে এলাকায় ঘুম উড়তে দেখা যায় তা হল উত্তর 24 পরগনার ব্যারাকপুর। এখানে বিজেপি জয়লাভ করার পর থেকেই তৈরি হয় রাজনৈতিক সংঘর্ষ। বিভিন্ন ঘটনায় শাসক-বিরোধী সংঘর্ষে তোলপাড় হয় এলাকা। শুধু তাই নয়, তৃণমূলের নেতা অর্জুন সিংহ বিজেপিতে যোগদান করেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হওয়ার পর সেই তরজা আরও বেড়ে যায়।

কথায় কথায় বোমা, গুলির আওয়াজ শুনতে পান ব্যারাকপুরের মানুষ। যার ফলে তৈরি হয় আতঙ্ক। বিভিন্ন ক্ষেত্রে বিজেপি সাংসদ অর্জুন সিংহের বিরুদ্ধে মামলা করা হয়।যার ফলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, তৃণমূল ছেড়ে অর্জুন সিংহ ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়াতেই তার বিরুদ্ধে এই ধরনের মামলা করে প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে রাজ্যের শাসক দল। আর এবার কাকিনাড়ার আর্যসমাজ মোড়ে তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় একটি অভিযোগের ভিত্তিতে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে দশটার সময় কাকিনারার হেভিওয়েট তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংকে গুলি করে পালিয়ে যায় কিছু দুষ্কৃতী। আর তৃণমূল নেতাকে এভাবে গুলি করার ঘটনায় রীতিমত রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আর এবার এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিজেপির অর্জুন সিংহের বিরুদ্ধে মামলা রুজু করায় রাজনৈতিক তরজা আরও বৃদ্ধি পেল। এদিন এই প্রসঙ্গে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে জেনে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “আমি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমার বিরুদ্ধে 87 ফৌজদারি মামলা করেছে। এটা নিয়ে অষ্টআশিটা হল। সবাই জানে এই গুলিচালনার ভেতরে তৃণমূলের ভেতরকার টাকা-পয়সার গন্ডগোল রয়েছে। দিনের বেলা গুলি চলেছে। যেখানে ঘটনা ঘটেছে, সেখানে সিসিটিভি রয়েছে। পুলিশ চাইলে এক মিনিটেই দুষ্কৃতী ধরে ফেলতে পারে।”

তাহলে কি তার বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে পুলিশ? তাকে জব্দ করতে প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছে! অর্জুন সিংহ যখন এই কথা বলছেন, তখন তার দাবিকে খারিজ করে দিয়েছেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

তিনি বলেন, “অর্জুন সিং হের লোকজন আমাদের ধর্মেন্দ্র সিংকে গুলি করেছে। অর্জুন নিজে 200 লোককে খুন করেছে। ওর গায়ে রক্তের দাগ। সমস্ত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। বিজেপির ছাতার তলায় গিয়ে অর্জুনের রক্ষা হবে না।” আর এখানেই প্রশ্ন, জ্যোতিপ্রিয়বাবু এখন এই কথা বললেও এককালে অর্জুন সিংহ তাদের দলের সম্পদ ছিলেন।

সেক্ষেত্রে তখন তার বিরুদ্ধে কোনো মামলা না করলেও, এখন তিনি বিজেপি সাংসদ হওয়ার পরেই যেভাবে তার বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ প্রশাসন, তাতে রাজ্যের শাসকদলের প্রতিহিংসাপরায়ণ আচরণ সামনের দিকে উঠে আসছে বলেই দাবি করছে বিশেষজ্ঞরা। সব মিলিয়ে এখন ব্যারাকপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় বিজেপি সাংসদের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তাহলে কি অর্জুন সিংহকে জব্দ করতেই প্রশাসনের এই পদক্ষেপ, উত্তরের আশায় রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!