এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের বিরুদ্ধে মামলার পথে মুকুল,আহ্বান সমস্ত বিরোধীদের

তৃণমূলের বিরুদ্ধে মামলার পথে মুকুল,আহ্বান সমস্ত বিরোধীদের


মুকুল রায় এখন পশ্চিমবঙ্গের তৃণমূলের বিপরীত মুখ হয়ে উঠেছেন। বিজেপিতে যোগ দিয়েই প্রতিবাদে সোচ্চার হয়েছেন তিনি। বিশ্ব-বাংলা,জাগো-বাংলা ,তৃণমূলের-লোগো ,মামলা পাল্টা মামলা এইসবের পর এবার রাজ্য সরকারের বিরুদ্ধে এক অভিযোগ এনে মামলা করতে চলেছেন মুকুল রায়। বিরোধীদের অনেক দিনের অভিযোগ ছিল যে তৃণমূলের যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তাদের ধরপাকড় চালিয়ে মাদক চোরাচালানের মামলায় ‘ফাঁসানো’ হচ্ছে।যদিও একে সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। তবে এবার এই অভিযোগকে মান্যতা দিয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন বিজেপি নেতা মুকুল রায়।তাঁর মতে ,শুধু বিজেপি-ই নয়। অন্যান্য দলের কর্মীরাও ওই আইনি লড়াইয়ে শরিক হতে পারেন।এদিন তিনি জানান খন্না মোড়ের একটি অফিসে তিনি এখন বসবেন তাই সেখানে মাদক মামলা সংক্রান্ত কাগজপত্র নিয়ে কর্মীরা যেন আসেন তিনি এই নিয়ে একটি জনস্বার্থের মামলা দায়ের করে সিবিআই তদন্ত দাবি করবেন। এই প্রসঙ্গে তিনি বলেন এইভাবে মাদক চালানের মামলা দিয়ে জামিন অযোগ্য ধারায় আটকে রাখা আগে হয় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!