এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় পা রেখেই মাস্টারস্ট্রোক অমিত শাহের, ব্যাপক চাপে নবান্ন!

বাংলায় পা রেখেই মাস্টারস্ট্রোক অমিত শাহের, ব্যাপক চাপে নবান্ন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধীতা করতে দেখা যায় রাজ্য সরকারকে। যার মধ্যে অন্যতম, 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত। বারবার এই সিদ্ধান্তের বিরোধীতা করতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে। এমনকি প্রকাশ্যে এর বিরুদ্ধে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার পশ্চিমবঙ্গে পা রেখেই একাধিক বিষয়ে বিএসএফের সঙ্গে বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই বৈঠকেই সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধি থেকে শুরু করে গরু পাচারের মতো একাধিক বিষয়ে আলোচনা হবে বলে খবর। স্বভাবতই বর্তমান পরিস্থিতিতে রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে যে সমস্ত বিষয়ে সরব হয়, সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে বৈঠক করায় নবান্নের অস্বস্তি বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আজ সকাল 11 টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে তাকে স্বাগত জানানো হয়। আর তারপরেই হেলিকপ্টার করে হিঙ্গলগঞ্জ পৌঁছে যান তিনি। জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছুদিন আগেই 15 কিলোমিটারের পরিবর্তে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের সীমান্ত বৃদ্ধি করার কথা জানিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। তাই এই ব্যাপারে কেমন কাজকর্ম হচ্ছে, সেই বিষয়টি জানতে পারেন অমিত শাহ। শুধু তাই নয়, বাংলায় গরু পাচার নিয়ে নানা অভিযোগ রয়েছে।

ইতিমধ্যেই একাধিক তৃণমূল নেতার নাম এই ঘটনায় জড়িয়ে পড়েছে বলে অভিযোগ। তাই এই পরিস্থিতিতে সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। বিশেষজ্ঞদের মতে, অমিত শাহের এই বাংলা সফর রাজনৈতিক হোক বা প্রশাসনিক, দুই দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে গোপন বৈঠকে অমিত শাহ যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন, তা স্পষ্ট। আর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলে রাজ্য প্রশাসনের চাপ যে অনেকটাই বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!