এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যে এসেই দুই সারথীকে বেছে নিলেন অমিত শাহ, কর্মসূচির মাঝেই আলোচনার গুঞ্জন!

রাজ্যে এসেই দুই সারথীকে বেছে নিলেন অমিত শাহ, কর্মসূচির মাঝেই আলোচনার গুঞ্জন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বঙ্গ বিজেপির পরিস্থিতি খুব একটা ভালো নয়। দিনকে দিন গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর একশ্রেণীর নেতা-নেত্রীরা তার বিরুদ্ধে ক্ষিপ্ত। বারবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ পৌঁছে গিয়েছে। আর এই পরিস্থিতিতে অমিত শাহ রাজ্যে আসলে তিনি যে গোটা বিষয়টিতে নজর দেবেন, তাতে নিশ্চিত ছিল বিজেপির ঘনিষ্ঠ মহল। আর সেই মতো করেই অমিত শাহ কলকাতা বিমানবন্দরে নামার সাথে সাথেই তাকে স্বাগত জানায় রাজ্য বিজেপি।

যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ফুলের তোড়া দিয়ে তারা অমিত শাহকে স্বাগত জানান। আর তারপরেই হিঙ্গলগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে তার প্রশাসনিক কর্মসূচি রয়েছে। কিন্তু অমিত শাহ বাংলায় আসার সাথে সাথেই দুই সারথীকে কার্যত বগলদাবা করে নিলেন। যেখানে তার প্রত্যেকটি কর্মসূচিতেই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে খবর। আর এর ফলেই নানা মহলে তৈরি হয়েছে জল্পনা।

সূত্রের খবর, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক প্রশাসনিক কর্মসূচি রয়েছে। আর সেখানেই প্রত্যেকটিতে অংশগ্রহণ করার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্য বিজেপিতে বর্তমানে সবকিছু ঠিক হচ্ছে এই দুই নেতার কথা মতই। তাই তাদের কাছ থেকেই বর্তমান পরিস্থিতি জেনে নিতে চাইছেন অমিত শাহ।

আগামীকাল বিধায়ক এবং সাংসদদের নিয়ে অমিত শাহ একটি বৈঠক করবেন। যেখানে একাধিক বিষয় উঠে আসতে পারে। অনেক হেভিওয়েট নেতা নেত্রীরা বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হতে পারেন। তাই তার আগে বঙ্গ বিজেপির বর্তমান পরিস্থিতি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের কাছ থেকে ভালো করে বুঝে নিতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!