মুকুলকে চাপে রাখতে এবার আদালতে মুকুল-ঘনিষ্ঠই, অবাক রাজনৈতিকমহল! জাতীয় বিশেষ খবর রাজ্য November 24, 2017 এবার মুকুল রায়ের উপর চাপ বাড়াতে তাঁর বিরুদ্ধে আদালতে গেলেন তাঁরই ঘনিষ্ঠ শাসকদলের নেতা। মুকুল রায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মুকুলবাবুর হাত ধরেই দেবরাজবাবু তৃণমূলে আসেন, কিন্তু মুকুল রায় দল ছাড়তেই তাঁর বিরুদ্ধে এমন একটি মামলা করায় রীতিমত অবাক রাজনৈতিকমহল। দেবরাজবাবু নিজে থেকে করলেন না তাঁকে দিয়ে করানো হল তা নিয়েও প্রশ্ন উঠে গেছে। কারণ দেবরাজবাবুর অভিযোগ, জনপ্রতিনিধি না হলেও কী করে মুকুলকে নিরাপত্তা দিতে পারে কেন্দ্র? যে ব্যক্তির বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালাচ্ছে তাকে কেন নিরাপত্তা দিল কেন্দ্র? কিন্তু আইনজ্ঞদের মতামত, কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেরই। জনপ্রতিনিধি না হলে কেন্দ্রীয় নিরাপত্তা মিলবে না এমন কোনও উল্লেখও নেই আইনে। কারও বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চললেও নিরাপত্তা পেতে পারেন তিনি – এমন উদাহরণও এই দেশেই আছে। আর তাই এমন বিষয়ে একদা মুকুল ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী আদালতে যাওয়ায় অবাক সংশ্লিষ্ট মহল। আপনার মতামত জানান -