এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অধিকারী গড়ে একঢিলে দুই পাখি মারতে চলেছে বিজেপি!

অধিকারী গড়ে একঢিলে দুই পাখি মারতে চলেছে বিজেপি!


শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে কি বিজেপি এবার এক ঢিলে দুই পাখি মারতে চলেছে? রাজনৈতিক মহলে গুঞ্জনটা অবশ্য সেরকমই। তিন মাসের টালবাহানার পর অবশেষে পাঁশকুড়া পুরসভার ‘বহিষ্কৃত’ তৃণমূল কাউন্সিলর আনিসুর রহমানের চেয়ারম্যান পদ খারিজ করে দিল রাজ্য পুর দফতর। ফলে আপাতত ‘কেয়ারটেকার’ চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন ৯নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সইদুল ইসলাম। সূত্রের খবর, সব ঠিকঠাক চললে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নন্দ মিশ্রকেই স্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে।
এর আগে দলীয় নির্দেশ উপেক্ষা করে ভোটাভুটির মাধ্যমে ১০ জনের সমর্থনে চেয়ারম্যানের পদে বসেন আনিসুর, এরপরই দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু তিনি দলের মধ্যে যথেষ্ট প্রভাব রাখেন, উল্লেখ্য নন্দীগ্রাম আন্দোলনের সময় সিপিএমের অবরোধ আন্দোলনের মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে মোটরবাইকে করে তত্‍কালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তমলুক হাসপাতালে আহতদের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি। এখন এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের ধারণা শীঘ্রই তিনি অনুগামী নিয়ে মুকুল রায়ের হাত ধরে যোগদান করতে চলেছেন বিজেপিতে। তিনি আসলে অবশ্যইভাবে বিজেপি শাসকদলে ভাঙ্গন ধরিয়ে একজন ভালো সাংগঠনিক নেতা পাবে, তার থেকেও বড়কথা বিজেপি বড় একজন সংখ্যালঘু মুখ পাবে। আর তাই বিজেপির কাছে বাস্তবিকই এক ঢিলে দুই পাখি মারা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!