এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের স্বমেজাজে অনুব্রত, ” ট্রাম্প ফুটে গেল। এবার মোদি ফুটে যাবে।” মোদিকে কটাক্ষ করে ফের সংবাদ শিরোনামে কেষ্টা!

ফের স্বমেজাজে অনুব্রত, ” ট্রাম্প ফুটে গেল। এবার মোদি ফুটে যাবে।” মোদিকে কটাক্ষ করে ফের সংবাদ শিরোনামে কেষ্টা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের কেষ্টাদার মুখে ‘চড়াম চড়াম’ বাদ্যি, ভোটের দিন সকলের জন্য ‘গুড়বাতাসা’ রেডির মত হিট ডায়লগ শুনতেই অভ্যস্ত বেশিরভাগ মানুষ। আর সেই সব ডায়লগের মধ্যে ২০১৮ সালে তাঁরই জনপ্রিয় ডায়লগ ভোটের দিন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকা নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল। সেইসঙ্গে বিরোধীদের জন্য ‘নকুলদানা রেডি’ বা দলীয় কর্মীদের হাতে ‘পাঁচন’ তুলে দেওয়া, রাজনৈতিক বিরোধীর বাড়িঘর ভেঙে ‘চুরমার’ করে দেওয়া থেকে ‘শুঁটিয়ে লাল’ করে দেওয়ার দাওয়াই মুখে মুখে ফিরেছিল মানুষের।

তবে এবার কিন্তু সেই পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা নির্বাচনের চেনা ডায়ালগ শোনা যায়নি অনুব্রত মণ্ডলের মুখে। এ বিষয়ে তাঁর প্রশ্ন করা হলে তিনি শুনিয়েছেন অন্য কথা। তাঁর সংযত উত্তরে শোনা গেছে, “কবে বিয়ে হবে, তার পর ভোজ, এখন থেকে বলে দিলে হবে? ভোট ঘোষণা হোক, তার পর বলে দেব।” তবে হঠাৎ এমন কি হলো যে কেষ্টদা হারিয়ে ফেললেন তাঁর সেই চেনা ছন্দকে।

সেবিষয়ে অবশ্য তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, ভোটের আগের কথাবার্তায় রাশ টানার জন্য তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে তাঁর কাছে বেশ কড়া বার্তা পাঠানো হয়েছে। আর তাতেই এই সংযম। তবে আবারও কিন্তু ছন্দে ফিরতে দেখা যাচ্ছে কেষ্টাদাকে। মঙ্গলকোটের কাশেমনগরে এন এ জে হাইস্কুলে তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মীদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহকে কটাক্ষ করতে গিয়েই তাঁকে দেখা গেছে স্বমহিমায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “মমতার মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে।” আর অমিত শাহের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়েই তার জবাবে অনুব্রতকে বলতে শোনা গেছে, “ট্রাম্প শেষ হল। এবার মোদিরও সময় হয়ে এসেছে।” শুধু তাই নয়, তিনি আরো বলেন যে, “ওর সঙ্গে যে বন্ধুত্ব করবে সে শেষ হবে। ট্রাম্পের সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছিল। ট্রাম্প ফুটে গেল। এবার মোদি ফুটে যাবে।”

অন্যদিকে, অমিত শাহের বঙ্গ সফরে আসা নিয়েও তিনি কটাক্ষ করে বলেন, “দিল্লি থেকে এলেন দক্ষিণেশ্বর গেলেন। কেউ দার্জিলিং গেলেন, আর বাংলার মানুষ গুজরাটের লোকটাকে মেনে নেবে? একদিন এসেই সব ব্যপারটা বুঝে যাবে, অত সোজা নাকি? আমরা ওসব শুনতে চাই না। আমরা বাংলার পাওনা ৫৬ হাজার কোটি টাকা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার রাজ্যের পাওনা টাকা ফেরত দাও। আমরা ভিক্ষে চাই না। ওটা আমাদের হকের টাকা। আমাদের দিতে হবে।”

বস্তুত, শনিবার মঙ্গলকোটের কাশেমনগরে এন এ জে হাইস্কুলে তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মী বৈঠক করেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন পশ্চিম মঙ্গলকোটের লাখুড়িয়া, চাণক, পালিগ্রাম ও গতিষ্ঠা এই চারটি অঞ্চল মিলে মোট ৫৯ টি বুথের কর্মীদের নিয়ে বৈঠক করতে দেখা গেছে তাঁকে। প্রতিটি বুথের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সঙ্গে সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জেতার আশা জাগাতেও দেখা গেছে তাঁকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!