এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার রাজত্বে নিরাপদ নন দলের কর্মীরাই ? নদীয়ায় খুন তৃণমূল কর্মী!

মমতার রাজত্বে নিরাপদ নন দলের কর্মীরাই ? নদীয়ায় খুন তৃণমূল কর্মী!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যে কোনো ভোটেই পশ্চিমবঙ্গে প্রাণহানি হবে না, এমনটা এখন ভাবাই যায় না। সন্ত্রাস, রক্ত ঝরানো কার্যত পশ্চিমবঙ্গের ভোটের সঙ্গে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই যে কোনো নির্বাচনের সময় যে কোনো রাজনৈতিক দলের কর্মীদের পরিবার আতঙ্কে থাকেন। এতদিন বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধীদের ওপর আক্রমণ এবং তাদের প্রাণহানির খবর এসেছে। কিন্তু এবার নদীয়ার নাকাশিপাড়ায় ঘটে গেল ভয়াবহ ঘটনা। যেখানে রাত্রিবেলা বাড়িতে ফেরার সময় গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মীকে।

সূত্রের খবর, বুধবার রাতে বাড়িতে ফিরছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সাগিরা বিবির স্বামী জাহিদুল শেখ। আর সেই সময় তাকে গাড়ি থেকে জোর করে নামানো হয় আর তারপরেই তাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আক্রান্ত হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাগিরা বিবিও। পাশাপাশি আর বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। তবে ভোটের মরশুমে তৃণমূল কর্মী খুন হয়ে গেলেও রাজ্যের শাসক দলে থাকা তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্যের পুলিশ মন্ত্রী কি করছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন যে, বিরোধীদের নিরাপত্তা তো দূরের কথা, নিজের দলের কর্মীদেরই যিনি নিরাপত্তা দিতে পারেন না, সেই পুলিশ মন্ত্রীর অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত। তবে গোটা ঘটনায় কাদের যোগ রয়েছে এবং এর পেছনে রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে, সর্বোপরি তদন্তের পর কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!