এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা আবহে বড়সড় প্রশাসনিক দায়িত্বে তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতানেত্রী – জানুন বিস্তারিত

করোনা আবহে বড়সড় প্রশাসনিক দায়িত্বে তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতানেত্রী – জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে এমনিতেই মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলি ঘিরে রাজনৈতিক বিতর্কের ঝড় যেন থামতেই চাইছেনা। অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ পৌরসভাগুলিতে কাজ চালানো মুশকিল হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার তুফানগঞ্জ পুরসভার উল্লেখযোগ্য পরিবর্তন হলো বলে জানা গেছে। সূত্রের খবর, তুফানগঞ্জ পুরসভার কাজ নির্বিঘ্নভাবে চালানোর জন্য এবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের কো-অর্ডিনেটর পদের দায়িত্ব দেওয়া হলো। জানা গেছে, মঙ্গলবার পুরসভার চেয়ারম্যান অনন্ত কুমার বর্মা প্রাক্তন কাউন্সিলরদের হাতে এই সংক্রান্ত একটি চিঠি তুলে দেন।

গত 17 ই মে তুফানগঞ্জ পুরসভার মেয়াদকাল শেষ হয়েছে বলে জানা গেছে। তারপরে এই পুরসভার কাজ চালানোর জন্য প্রশাসক বসেছে। অন্যদিকে কো-অর্ডিনেটর না থাকার জন্যও পুরসভার কাজ চালাতে রীতিমত সমস্যার সৃষ্টি হয়। তারপরেই এই সমস্যা মেটাতে আসরে নামে পুর দপ্তর। অন্যদিকে নতুন করে আবার পুরসভার দায়িত্ব পেয়ে প্রাক্তন কাউন্সিলররা যথেষ্টই খুশি বলে জানা গেছে। এ প্রসঙ্গে পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের ইন্দ্রজিৎ জানিয়েছেন, ওয়ার্ডের বাসিন্দা বিভিন্ন সমস্যায় পড়ে তাঁর কাছে আসছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু পুরসভা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার জন্য তিনি কিছুই করতে পারছিলেন না। আপাতত পুরসভার সঙ্গে সমন্বয় রেখে প্রশাসক কাজ চালানোর জন্য তাঁদের প্রাক্তনীদের প্রত্যেককে চিঠি দিয়েছেন বলে খবর। সুতরাং জানা যাচ্ছে, তুফানগঞ্জ পুরসভার সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত প্রাক্তন কাউন্সিলররা। তবে প্রাক্তন কাউন্সিলররা আবার নিজেদের কাজে ফিরে আসতে হাঁফ ছেড়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত, বর্ষায় বন্যা পরিস্থিতি সহ ডেঙ্গু মোকাবিলা এবং করোনা নিয়ে কাজ করতে এখন আর তাঁদের অসুবিধা হবে না।

অন্যদিকে রাজ্যজুড়ে মেয়াদোত্তীর্ণ পৌরসভার সংখ্যা ক্রমশ বাড়ছে। যদিও পুরসভার ভোট হওয়ার কথা ছিল এ বছর। কিন্তু করোনার আবহে পুরো পরিকল্পনা এই মুহূর্তে বিশ বাঁও জলে। আপাতত পুরসভার কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসক নিয়োগ করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে। তবে তা নিয়ে জল ঘোলাও কম হচ্ছে না। আপাতত তুফানগঞ্জ পুরসভার সাধারণ মানুষ কতটা সুযোগ সুবিধা পান পুরসভার কাছ থেকে সে ব্যাপারে লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!