এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সবং উপনির্বাচন: বাম-কংগ্রেস জোট প্রার্থী হচ্ছেন টলি-মহাতারকা?

সবং উপনির্বাচন: বাম-কংগ্রেস জোট প্রার্থী হচ্ছেন টলি-মহাতারকা?

সবং উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই সরগরম রাজ্য-রাজনীতি। কোনো রাজনৈতিক দলই এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা না করলেও, সামনে আসছে বিভিন্ন নাম। ২০১৬ বিধানসভা নির্বাচনে সবংয়ে প্রায় ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মানস ভূঁইয়া। কিন্তু তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর তৃণমূলের টিকিটে রাজ্যসভার সদস্য মনোনীত হন, আর তারফলেই সবংয়ে উপনির্বাচন আসন্ন।
এরই মধ্যে কলকাতার এক ওয়েব পোর্টালের দাবী ২০১৬ এর মতো এবারো হতে চলেছে বামফ্রন্ট-কংগ্রেস জোট। আর তার থেকেও বড় চমক জোটের প্রার্থী হিসাবে বামফ্রন্ট ভাবছে টলি মহাতারকা সব্যসাচী চক্রবর্তীর নাম। আর এই নামে কংগ্রেসেরও আপত্তি নেই বলে দাবী ওই পোর্টালের। তাদের আরো দাবী একান্তই যদি সব্যসাচী বাবু রাজি না হন তাহলে বিকল্প নাম হতে পারে সোমেন মিত্র। যদিও ওই পোর্টালে কোথাও এই খবরের সত্যতা বা সূত্র হিসাবে কিছু উল্লেখ করা নেই। প্রিয়বন্ধু বাংলায় এই খবরের সত্যতা যাচাই করে দেখতে পারে নি। এই নিয়ে কোথাও বামফ্রন্ট বা কংগ্রেস, এমনকি সাব্যসাচীবাবু সরকারি মন্তব্য করেননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!