এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > খুঁচিয়ে তোলা হল দেড় বছরের পুরোনো মামলা, ক্রমশ চাপ বাড়ছে আনিসুর রহমানের

খুঁচিয়ে তোলা হল দেড় বছরের পুরোনো মামলা, ক্রমশ চাপ বাড়ছে আনিসুর রহমানের


যত সময় যাচ্ছে ততই একের পর এক মামলার জালে জড়িয়ে যাচ্ছেন পাঁশকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা আনিসুর রহমান। কিছুদিন আগেই তিনি মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। এর কিছুদিন বাদেই তিনি গ্রেপ্তার হন, তাঁর বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়, যথারীতি তিনি পুরো ব্যাপারটাই সাজানো বলে দাবি করেন। এবার সেই মামলার সঙ্গে প্রায় দেড় বছরের পুরোনো মামলাও হঠাৎ করে জড়িয়ে গেল তাঁর বিরুদ্ধে।

২০১৬ সালের ২৫ অক্টোবর দুপুরে পাঁশকুড়ার মায়সরা পঞ্চায়েতের উপপ্রধান কুরবান শা’কে মারধরের অভিযোগ উঠেছিল আনিসুর রহমানের বিরুদ্ধে। ঘটনার দিনই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে, কিন্তু এতদিন কার্যত পুলিশ ছিল নিশ্চুপ। কিন্তু এবার সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে আদালতে তোলা হয়। আদালত তাঁকে ৩০ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আর সমগ্র ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত থেকে বেরিয়ে আনিসুর রহমান ক্ষোভ উগরে দিয়ে জানান, আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!