এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার আশা কি কার্যত শেষ? কি হল আজকের মামলার শুনানিতে?

কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার আশা কি কার্যত শেষ? কি হল আজকের মামলার শুনানিতে?

আগের দিন ডিএ মামলার শুনানিতে বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখ ববি শরাফের নতুন ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে চারটি প্রশ্ন করার পর এবং দেরি করে ডিএ দেওয়ায় মহার্ঘভাতার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন করায় কার্যতই ব্যাকফুটে চলে যায় রাজ্য সরকার। এমনকি গতকাল সেই মামলার পরবর্তী শুনানি থাকলেও তা পিছিয়ে আজ করা হয়। আর তাই আশায় বুক বাঁধছিলেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু আজকে আদালতে যা শুনানি হল তাতে করে তাঁদের জন্য হতাশার খবরই সামনে এল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগঠনগুলি একযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছিল তার মূল প্রতিপাদ্য বিষয় ছিল রোপা আইনে রাজ্য সরকার কর্মচারীদের ডিএ দিচ্ছে না। কিন্তু আজকের শুনানির পর, সেই দাবি খারিজ হয়ে যাওয়ার পথে বলেই মনে করা হচ্ছে। কেননা রাজ্য সরকারের তরফে যা দলিল পেশ করা হয়েছে তাতে প্রমাণিত হতে চলেছে রাজ্য সরকার রোপা আইন মেনেই এতদিন ডিএ দিয়ে আসছে। ফলে গুরুত্ত্ব হারাতে চলেছে ডিএ মামলা বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল, এমনকি রোপা আইন মেনে ডিএ দেওয়া হচ্ছে না বলে যে অভিযোগ করা হয়েছিল, তা কার্যত খারিজ হতে চলেছে। এর সঙ্গেই আদালত মেনে নিচ্ছে, কেন্দ্রের সঙ্গে সমহারে রাজ্য ডিএ দিতে পারছে না এই অভিযোগ সত্য, তবে ডিএ সংক্রান্ত এই মামলায় তা গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে মন্তব্য করেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। সবমিলিয়ে আজকের রায়ের পর রীতিমত অস্বস্তিতে রাজ্য সরকারি কর্মচারীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!