এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কংগ্রেসকে বার্তা দিতে বহরমপুরে ‘মিনি-ব্রিগেড’ করে লোকসভার দামামা বাজাতে চান শুভেন্দু অধিকারী

কংগ্রেসকে বার্তা দিতে বহরমপুরে ‘মিনি-ব্রিগেড’ করে লোকসভার দামামা বাজাতে চান শুভেন্দু অধিকারী


১৯’এর ব্রিগেড সমাবেশের আদলেই আগামী ১৬ মার্চ বহরমপুরে সবুজ ঝড় তুলতে মিনি ব্রিগেড সভা করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহনমন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভায় তিনটি মঞ্চ যেমন করা হবে,তেমনি সরাসরি লাইভ সম্প্রচার করতে দুটি জায়েন্ট স্ক্রিনও বসানো হবে। লাগানো হবে প্রচুর মাইকও।

এছাড়া পানীয় জল,অস্থায়ী টয়লেট এবং মেডিক্যাল টিমের ব্যবস্থাও করা হবে। গত বৃহস্পতিবার দলের জেলা নেতাদের সঙ্গে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু বাবু। এছাড়া আজ,শনিবার ওয়াইএমএ ময়দান অর্থাৎ সভাস্থল পরিদর্শন করতে পারেন জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলের মোশারফ হোসেন মণ্ডল।

উল্লেখ্য,গত জানুয়ারি মাসের ১৯ তারিখ দেশের বিভিন্ন প্রান্তের বিজেপি বিরোধী হেভিওয়েট নেতাদের ব্রিগেডের মঞ্চে এনে বিজেপিমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছিলেন। এবার দলনেত্রীর পদচিহ্ন অনুসরণ করেই বহরমপুর লোকসভা কেন্দ্র জয়ের লক্ষ্যে মিনি ব্রিগেডের পথে পা বাড়ালেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।

গত বৃহস্পতিবারই দলীয় বৈঠকে মিনি ব্রিগেডের প্রস্তুতি সংক্রান্ত সমস্ত আলোচনা বিস্তারে হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।ইতিমধ্যেই সভাকে কেন্দ্র করে জেলায় গ্রামে গ্রামে মিটিং,মিছিল,দেওয়াল লিখন এমনকি পাড়া বৈঠকও শুরু হয়ে গিয়েছে দলীয় কর্মীদের উদ্যোগে। তৃণমূল সূত্রের খবর থেকে জানা গিয়েছে,মূল মঞ্চে রাজ্য কমিটির নেতাদের বসার ব্যবস্থা করার পাশাপাশি আরো দুটো মঞ্চ করা হবে। একটিতে বসবে দলের জেলা কমিটির প্রতিনিধিরা এবং অন্যটিতে জেলার দলীয় কর্মকর্তারা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু বাবু সহ রাজ্যস্তরের মন্ত্রীদেট ছবি,সবুজ গালিচা এবং সবুজ চেয়ার দিয়ে সাজিয়ে তোলা হবে মঞ্চগুলো। হাইপ্রোফাইল দলীয় প্রতিনিধিদের নিরাপত্তায় কোনো খামতি রাখতে চায় না প্রশাসন। সেজন্যে মঞ্চগুলির সামনে নিরাপত্তার জন্যে কিছুটা জায়গা ফাঁকা রাখা হবে। সেই এলাকা ‘ডি’ জোন হিসাবে চিহ্নিত করা হবে। ওই ডি জোনেই সাংবাদিকদের বসার ব্যবস্থা করা হবে নারী-পুরুষ নির্বিশেষে। সভাস্থলে নেতা-মন্ত্রীদের এবং সাধারণ মানুষের প্রবেশের জন্যে দুটি আলাদা আলাদা পথ করা হবে।

এছাড়া ওইদিন শহরে যাবতীয় যানজট এড়াতে শহরের চারটি প্রবেশপথ পঞ্চাননতলা, রাধারঘাট, ভাকুড়ি, কুমার হস্টেল মোড় প্রভৃতি এলাকায় পার্কিং জোন করা হতে পারে বলেই জানা গিয়েছে। শুভেন্দু বাবুর মিনি ব্রিগেডে শুভেন্দুবাবু ছাড়াও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন, দলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রমুখরা উপস্থিত থাকবেন। এমনটাই জানালেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের নওদার ব্লক সভাপতি মোশারফ হোসেন মণ্ডল। সভায় প্রায় দু’লক্ষ লোক জমায়েত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুর্শিদাবাদ বরাবরই কংগ্রেসের শক্তিঘাঁটি। তবে গত পঞ্চায়েত ভোটে এই কেন্দ্রেই কংগ্রেসেকে ভালোমতো টেক্কা দিয়েছে তৃণমূল। এছাড়া দফায় দফায় কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সংগঠনে ধ্বস নেমেছে। এই অবস্থায় দূর্বল হয়ে পড়া সংগঠনের শক্তি ফিরিয়ে আনতে জবরদস্ত চেষ্টা করছেন বহরমপুরের সংসদ সদস্য তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি কীর্তন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও শামিল হয়েও জনসংযোগ বাড়াতে চেষ্টা করছেন তিনি।

এই প্রেক্ষিতে লোকসভা ভোটের মুখে মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীর মিনি ব্রিগেড যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অধীর চৌধুরীর ঘনিষ্ঠমহল তৃণমূলকে গুরুত্ব দিতে নারাজ। খোদ অধীরবাবু বহরমপুর কেন্দ্রে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হওয়ার জন্যে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।

তবে তৃণমূলের জেলা সহ সভাপতি অশোক দাস আবার পাল্টা দিয়ে বলেছেন,মুখ্যমন্ত্রীকে ভোটে দাঁড়ানো লাগবে না,শুধুমাত্র মুখ্যমন্ত্রী এবং পরিবহনমন্ত্রীর ছবিকে সামনে রেখেই বহরমপুর লোকসভা কেন্দ্র অধীর চৌধুরীকে পর্যদুস্ত করা যাবে। আগামী ১৬ মার্চের মিনি ব্রিগেডেই কংগ্রেস জোড়াফুলের সাংগঠনিক শক্তির নমুনা পেয়ে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!