এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অধিবেশনের প্রথম দিনেই উত্তাল সংসদ, বিরোধীদের তুমুল চিৎকারে স্থগিত লোকসভা

অধিবেশনের প্রথম দিনেই উত্তাল সংসদ, বিরোধীদের তুমুল চিৎকারে স্থগিত লোকসভা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের প্রবল চিৎকারে বাধার মুখে পড়তে হলো কেন্দ্রীয় সরকারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নতুন মন্ত্রীদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছেন, ঠিক তখনই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, জ্বালানির মূল্য বৃদ্ধি, পেগাসাস কাণ্ড নিয়ে বিরোধীদের প্রবল চিৎকারে বক্তব্য রাখতে বাধা পেলেন তিনি। ফলে মন্ত্রিসভার নতুন সদস্যদের পরিচয় করাতে পারলেন না তিনি। পরে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, নতুন মন্ত্রিসভায় তপশিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া মানুষের বহু প্রতিনিধিরা স্থান পেয়েছেন। আজ তাঁদের সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিতে না পারায় ক্ষুব্দ হয়ে প্রধানমন্ত্রী জানালেন যে, তাঁর মনে হচ্ছে দেশের মহিলা, পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি, কৃষকদের সন্তান মন্ত্রী হয়েছেন যা কিছু মানুষ মেনে নিতে পারছেন না। এ কারণেই তাঁরা নতুন মন্ত্রীদের পরিচয় করাতে বাধা দিচ্ছেন।

কৃষক আন্দোলন, করোনা অতিমারি সহ একাধিক বিষয় নিয়ে অধিবেশনের প্রথম দিন থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে নামতে দেখা গেছে বিরোধী দলগুলোকে। এরপর লোকসভার অধিবেশন আজ বেলা দুটো পর্যন্ত স্থগিত করা হয়েছে। সংসদ ভবন থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী জানালেন যে, কেন্দ্র সরকার চাইছে করোনা অতিমারী নিয়ে সংসদে আলোচনা করা হোক। কিন্তু বাহুতে যারা করোনা টিকা নিয়েছেন, তাঁরা এখন বাহুবলী হয়ে উঠেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!