এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার ত্রিপুরা দখল অন্যতম লক্ষ্য ঘাসফুল শিবিরের, সংগঠন চাঙ্গা করতে ত্রিপুরা যাত্রা অভিষেক ব্যানার্জ্জীর

এবার ত্রিপুরা দখল অন্যতম লক্ষ্য ঘাসফুল শিবিরের, সংগঠন চাঙ্গা করতে ত্রিপুরা যাত্রা অভিষেক ব্যানার্জ্জীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচনে বাংলা জয় হয়ে গিয়েছে অন্যতম রাজনৈতিক শক্তি তৃণমূলের। কার্যত এই নিয়ে তিনবার তাঁদের রাজনৈতিক শক্তির পরিচয় দিলেন তাঁরা বাংলায়। কিন্তু এবার শক্তি যাচাইয়ের পালা দেশের অন্যত্র। একুশের বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে প্রকাশ্যে এসেছে তৃণমূলের আগামী লক্ষ্য। কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 এর লোকসভা নির্বাচনে দিল্লির মসনদে মোদী শাসনের অবসান চাইছেন। অন্যদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে সংগঠন তৈরির কাজ শুরু করে দিয়েছেন, যার মধ্যে ত্রিপুরা অন্যতম।

আর দেড় বছর পর ত্রিপুরায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই মুহুর্তে তৃণমূলের পরিকল্পনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সরিয়ে বিজেপি শাসনের অবসান ঘটানোর। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হওয়ার পরেই বার্তা দিয়েছিলেন, তৃণমূলের লক্ষ্য 543 টি আসন। বিভিন্ন রাজ্যে যেখানেই তৃণমূল প্রার্থী দেওয়া হোক না কেন, সেখানে ভোটে জেতার জন্যই প্রার্থী দেওয়া হবে। আর এই উদ্দেশ্য নিয়ে ত্রিপুরায় যেতে চলেছেন আগামী মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার ক্ষমতা চলে যাওয়ার পর বামশক্তি যথেষ্ট পিছিয়ে। বাম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে অক্ষম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সে জায়গায় কংগ্রেস নেই বললেই চলে। আর তাই এবার তৃণমূল ঝাঁপিয়ে পড়ছে। বিজেপিকে সরাতে মুকুল রায় আগেই ত্রিপুরায় সংগঠন তৈরির কাজ শুরু করে দিয়েছিলেন। কিন্তু মাঝখানে মুকুল রায় বিজেপিতে চলে যাওয়ায় সেই সংগঠনে ভাঙন ধরে। কিন্তু আবার মুকুল রায় ফিরে এসেছেন তৃণমূলে। খুব স্বাভাবিকভাবেই মুকুল রায়ের ফিরে আসা তৃণমূলের যে শক্তি বৃদ্ধি করেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। অন্যদিকে মুকুল রায় বিজেপিতে আসায় ত্রিপুরায় রাজনৈতিক পরিমণ্ডলে ছাপ পড়েছে। আর সেই সুযোগকে কাজে লাগাতে এবং সংগঠনের ভিত আরো মজবুত করতে ত্রিপুরা যাত্রা শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই সহ বিভিন্ন জেলায় তৃণমূলের যোগদান প্রবণতা বেড়েছে। একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস এবার ভার্চুয়ালি গোটা দেশের বিভিন্ন প্রান্তে পালন করবে বলে জানা যাচ্ছে। আর উল্লেখযোগ্যভাবে ত্রিপুরাতে সবথেকে বেশি জায়গায় শহীদ দিবস পালন হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বাংলায় তৃণমূলের অন্যতম জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’ ত্রিপুরাতেও শুরু হয়ে গিয়েছে। আর সেক্ষেত্রে এবার দেখার, তৃণমূলের হাত থেকে বিপ্লব দেব তার সম্রাজ্য সামলাতে সমর্থ হন কিনা। কার্যত ত্রিপুরায় গেরুয়া শিবিরের অন্দরে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অন্তর্কলহ। সমস্ত রাজনৈতিক চাপ কাটিয়ে ওঠাই এখন অন্যতম চ্যালেঞ্জ ত্রিপুরার গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!