এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে লকেট, প্রশ্নবানে জেরবার বিজেপি নেত্রী!

ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে লকেট, প্রশ্নবানে জেরবার বিজেপি নেত্রী!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এক দল অপর দলকে টেক্কা দিতে শুরু করেছে। তবে এর মাঝেই সিঙ্গুরের আথালিয়া গ্রামে প্রচারে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নবানে জেরবার হলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ভোটের আগে কেন তাকে দেখা যায়নি, তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন গ্রামবাসীরা। স্বভাবতই তৃণমূলের বিরুদ্ধে লকেট দেবী এবং তার দল বিভিন্ন কথা বললেও, জনতা জনার্দনের ক্ষোভের মুখে পড়ে ভোটের মুখে রীতিমত চাপে এই বিজেপি নেত্রী।

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বের হন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যেখানে নিজের সংসদীয় এলাকায় সিঙ্গুরের আথালিয়া গ্রামে প্রচারে যান তিনি। আর সেখানেই গ্রামবাসীদের পক্ষ থেকে লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে নানা প্রশ্ন করা হয়। বিজেপি সাংসদদের উদ্দেশ্যে গ্রামবাসীদের প্রশ্ন, ভোটের সময় কেন মনে পড়ে আপনাদের! ভোটের আগে কেন সারা বছর দেখা পাওয়া যায় না? জবাবে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করে তৃণমূলের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করেন এই বিজেপি সাংসদ। কিন্তু তাতে অবশ্য সন্তুষ্ট হয়নি গ্রামবাসীরা।

এদিকে গ্রামবাসীদের ক্ষোভের মুখে বিজেপি সাংসদ পড়তেই রীতিমতো ময়দানে নেমে পড়েছে শাসক দল। তৃণমূলের ঘনিষ্ঠ মহলের দাবি, সাংসদ হয়ে এলাকার কোনো কাজ করেননি লোকের চট্টোপাধ্যায়। তিনি সারা বছর তৃণমূলের খুঁত ধরতে ব্যস্ত থাকেন। তাই ভোটের মুখে এলাকায় দেখেই গ্রামবাসীরা তাকে প্রশ্ন করেছেন। আগামী দিনে ব্যালট বাক্সে এর জবাব পাবে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!