এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির ইশতেহার নিয়ে কড়া আক্রমণ তৃনমূলের, যুক্তি দিয়ে শোরগোল তুললেন হেভিওয়েট সাংসদ!

বিজেপির ইশতেহার নিয়ে কড়া আক্রমণ তৃনমূলের, যুক্তি দিয়ে শোরগোল তুললেন হেভিওয়েট সাংসদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি যে এবার বাংলা দখল করতে একেবারে আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে রবিবার বিজেপির পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশের পর তা আরও স্পষ্ট হয়ে গেল। যেখানে একাধিক চমকপ্রদ প্রতিশ্রুতির মধ্যে দিয়ে ক্ষমতায় এলে তারা কি কি বাস্তবায়িত করবে, তা জানিয়ে দিতে দেখা গেল ভারতীয় জনতা পার্টিকে। রবিবার বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অঙ্গ হিসেবে ইস্তেহার প্রকাশ করা হয়। যেখানে সমাজের সর্বস্তরের মানুষের জন্য ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এদিন এই ইশতেহার প্রকাশ করেন দলের সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিজেপি তাদের এই ইশতেহার প্রকাশ করতে না করতেই তৃণমূলের পক্ষ থেকে কড়া ভাষায় আক্রমণ করা হল গেরুয়া শিবিরকে। যেখানে তৃণমূল সাংসদ সৌগত রায় কার্যত যুক্তি দিয়ে বিজেপির ইশতেহার নিয়ে প্রশ্ন তুলে দিলেন। গুজরাটের লোক হয়ে কেন অমিত শাহ এই ইশতেহার প্রকাশ করলেন, তা নিয়ে আপত্তি তুলতে দেখা গেল ওই তৃণমূল নেতাকে। পাশাপাশি হিন্দি ভাষায় কেন বাংলার নির্বাচনী ইশতেহার পেশ করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সৌগতবাবু।

বস্তুত, রবিবার বিজেপির পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ হওয়ার সাথে সাথেই তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করেন প্রবীণ সাংসদ সৌগত রায়। যেখানে তিনি বলেন, “অত্যন্ত দুঃখের বিষয় হল, বাংলার জন্য ইশতেহার প্রকাশ করলেন একজন গুজরাটের লোক। এর জন্য বাংলায় কোনো সক্ষম লোক নেই। প্রার্থী বাছাই করতে গিয়ে বিজেপি নেতাদের বারবার দিল্লি যেতে হয়েছিল। বিজেপি এক্ষেত্রেও তৃণমূলকে অনুসরণ করছে। বাংলার জন্য ইস্তেহার আর উনি গোটাটা হিন্দিতে পড়ে গেলেন। দুয়ারে সরকারের আওতায় আমরা মানুষের বাড়িতে রেশন পৌঁছে দেব বলেছি। এখন তৃণমূলের অনুকরণ করে ওরা অন্নপূর্ণা ক্যান্টিন চালু করার কথা ভাবছেন। এসব জুমলাবাজির আমরা নিন্দা করছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে যে সমস্ত পরিষেবা প্রদান করা হয়েছে, সেই সমস্ত বিষয় বিজেপির ইশতেহারে তুলে ধরা হয়েছে বলে বুঝিয়ে দিতে চাইলেন সৌগতবাবু। এক্ষেত্রে তৃণমূলকে অনুকরণ করে বিজেপি মানুষের মন পেতে চাইছে বলে দাবি করলেন তিনি। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সমাজের সর্বস্তরের মানুষের জন্য বিজেপির ইশতেহার নিঃসন্দেহে তৃণমূলকে কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছে। শ্রমিক থেকে শুরু করে কৃষক, মহিলা থেকে শুরু করে ছাত্র, সকলের জন্য চমকপ্রদ প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় জনতা পার্টি। যা তৃণমূলকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিয়েছে বলেই মনে করা হচ্ছে।

আর এই পরিস্থিতিতে ইশতেহার প্রকাশে কেন অমিত শাহকে ব্যবহার করা হল এবং কেন তা অন্য ভাষায় পেশ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলে বাঙালি আবেগকে জাগিয়ে দিতে চাইলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু ইশতেহারে যে সমস্ত জনমুখী প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় জনতা পার্টি, তাতে সৌগতবাবু এই ধরনের বিরোধিতা করে বিজেপির হাওয়াকে আদৌ ফিকে করতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!