এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত রামনগর এলাকা, অভিযোগ তৃণমূলের দিকে

বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত রামনগর এলাকা, অভিযোগ তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের নির্বাচন ঘিরে এই মুহূর্তে টানটান উত্তেজনা বাংলার রাজনৈতিক মহলে। সেই উত্তেজনা যতই বাড়ছে, ততই কিন্তু বাংলার বুকেও বেড়ে চলেছে রাজনৈতিক দাঙ্গা-হাঙ্গামা। বিগত বেশ কয়েকদিন ধরে রাজনীতিতে তৃণমূল বনাম বিজেপির চাপানউতোর লাগামহীনভাবে বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে, এই উত্তেজনা আরও বেড়ে গেছে বাংলা জুড়ে দলবদলের আবহে। সম্প্রতি মেদিনীপুর জেলার অন্যতম প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন বিজেপিতে। খুব স্বাভাবিকভাবেই মেদিনীপুরের রাজনৈতিক উত্তেজনা চরমে। এই অবস্থায় পূর্ব মেদিনীপুর রামনগর থানা এলাকায় আজ অবস্থা চরমে উঠলো বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায়।

সূত্রের খবর, বুধবার পূর্ব মেদিনীপুরের রামনগরের লালুপুর থেকে দেপাল পর্যন্ত একটি মিছিল বের হয় বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপির এই মিছিলে পিছন থেকে হামলা চালানো হয়েছে বলে। এবং এই হামলার পেছনে তৃণমূল দুষ্কৃতীদের হাত রয়েছে বলে দাবী বিজেপির। বিজেপির অভিযোগ, মিছিলে থাকা এক বিজেপি কর্মীর মাথা ফেটে গেছে দুষ্কৃতীদের ছোঁড়া ইঁটের আঘাতে। তাঁকে স্থানীয় রামনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এছাড়া আরো প্রায় 10 জন বিজেপি কর্মী দুষ্কৃতীদের আঘাতে কম বেশী আহত হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ঘটনার পরেই দেপালে কলেজ মোড়ের কাছে ব্যাপক সংখ্যায় বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করেন।

পরিস্থিতি গুরুত্ব বুঝতে পেরে সাথে সাথেই রামনগর থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। সেখানে বিজেপি কর্মীদের দুষ্কৃতীদের ধরা পড়ার আশ্বাস দিলে তবেই এই অবরোধ ওঠে। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী এদিন জানান, বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল। গত মঙ্গলবার এলাকার কয়েকজন বিজেপি নেতার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন অনুপ চক্রবর্তী। তাঁরই প্রতিবাদে বুধবার বেশ কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিন্তু পথে নামতেই তাঁদের ওপর লাঠিসোঁটা, রড নিয়ে হামলা করে তৃণমূল দুষ্কৃতীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনার জন্য বিজেপির পক্ষ থেকে তৃণমূলের স্থানীয় বেশ কয়েকজন নেতার নাম করা হয়েছে পুলিশের কাছে। পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি এদিন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে ঘটনার সঙ্গে তাঁদের জড়িয়ে থাকার সম্ভাবনা পুরোপুরি খারিজ করেছে এলাকার তৃণমূল নেতৃত্ব। এ প্রসঙ্গে রামনগরের বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, ওই এলাকার গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব প্রবল। গোষ্ঠী কোন্দলের কারণে বিজেপির এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে মেদিনীপুরে এই রাজনৈতিক দাঙ্গা এই মুহূর্তে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকেই এলাকার হাওয়া গরম। সে ক্ষেত্রে গেরুয়া কর্মীদের ওপর স্বাভাবিকভাবেই তৃণমূল কর্মীদের রাগ থাকবে। সে কারণে দুই পক্ষেরই দাঙ্গা-হাঙ্গামা হওয়া অসম্ভব কিছু নয়। তবে এই হাঙ্গামার কারণে ইতিমধ্যে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুরো পরিস্থিতি পুলিশ আপাতত নিয়ন্ত্রণে রেখেছে বলে শোনা যাচ্ছে। তবে গেরুয়া শিবিরের কর্মীরা ইতিমধ্যেই হুঁশিয়ার করেছেন দুষ্কৃতীরা ধরা না পড়লে প্রতিবাদ আরো প্রবলভাবে শুরু হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!