এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সবুজসাথী প্রকল্পে স্বজনপোষণের বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

সবুজসাথী প্রকল্পে স্বজনপোষণের বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ কুলতলির সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। একাধিক বিষয় নিয়ে অভিযোগ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর সাধের সবুজ সাথী প্রকল্পে স্বজনপোষণের বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। তিনি জানালেন যে, সবুজ সাথীতে যে সাইকেল বিতরণ করা হয়, ৫০০ টাকা দিয়ে সারাই না করলে, তা ব্যবহার করা যায় না। এর সঙ্গে সঙ্গেই তিনি অভিযোগ করলেন যে, স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাকের জন্য যে টাকা কেন্দ্র দেয়, সেখান থেকেও টাকা লোপাট করা হয়। সেই সঙ্গে স্কুলের ছেলেমেয়েদের কালো কালো যে ছোলা খেতে দেয়া হয়, সে খাবার গরুও খায় না।

আজ কুলতলির সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন যে, কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত লালার ডায়রির কপি তাঁর কাছে আছে। সেখানে সমস্ত কিছু লেখা আছে। কে? কোথায়? কবে? কত টাকা নিয়েছিলেন? এই সমস্ত কিছু তাঁর কাছে আছে। এরপরে শুভেন্দু অধিকারী জানালেন যে, গতকাল সিবিআই জেরা করেছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। সব বেরিয়ে যাবে এবারে। তিনি জানালেন যে, সবুজ সাথীতে যে সাইকেল দেওয়া হয়, ৫০০ টাকা দিয়ে মেরামত না করলে তাতে চরা যায় না। তিনি জানান যে, এই সাইকেল সাপ্লাই করে থাকেন মেনকা গম্ভীরের স্বামী অঙ্কুশ অরোরা ও তাঁর পিতা পবন অরোরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারীর জানালেন, গত পাঁচ বছর ধরে এ রাজ্যে সবুজ সাথী প্রকল্পে কয়েক লক্ষ সাইকেল তৃণমূল সরকার কিনেছে। অনেকেরই কৌতূহল ছিল যে, সরকার যখন এতগুলো সাইকেল কিনছে, তাহলে রাজ্যে কেন সাইকেল তৈরির কারখানা গড়ে তুলতে উৎসাহ দিচ্ছে না? যেখানে সরকার তো কিনেই নিচ্ছে এতগুলো সাইকেল। তিনি অভিযোগ করলেন, শুধু সাইকেলই নয়, স্কুলের ছাত্র ছাত্রীদের পোশাকের জন্য কেন্দ্রীয় সরকার ৪০০ টাকা করে দিচ্ছে। ১৫০ টাকার জামাকাপড় কিনে বাকি ২৫০ টাকা লোপাট করছে তৃণমূল।

আবার স্কুলের ছাত্র-ছাত্রীদের যে খাবার দেয়া হয়, তার মান নিয়েও অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, স্কুলের ছেলেমেয়েদের জন্য কালো কালো যে ছোলা খেতে দেয়া হয়, সে ছোলা গরুও খায় না। এভাবেই রাজ্যের শাসক দল তৃণমূলের প্রতি একাধিক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ করেছে বিরোধিরা। যার মধ্যে আছে রেশনের চাল চুরি, আম্পানে ত্রাণ চুরি, করোনা সংক্রমনের সময়ে চিকিৎসা সামগ্রী কেনায় অর্থ লোপাট সহ একাধিক অভিযোগ উঠেছে বিরোধীদের পক্ষ থেকে। যদিও শাসকদল তৃণমূল এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তবে বিরোধীরা বারবার সরব হয়েছে।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!