এখন পড়ছেন
হোম > অন্যান্য > ডিভোর্সের পর ফের নতুন সম্পর্কে জড়াতে চলেছেন মাথায় রাখুন এই বিষয়গুলি

ডিভোর্সের পর ফের নতুন সম্পর্কে জড়াতে চলেছেন মাথায় রাখুন এই বিষয়গুলি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিবাহ বিচ্ছেদ ঘটেছে বলেই সেই মানুষটি আর ভালবাসার যোগ্য নয়, এমনটা ভাবা ঠিক নয়। আবার এমন তো হতে পারে যে আপনি নিজেও ডিভোর্সি। সেক্ষেত্রেও আপনি ভালোবাসা পাবার যোগ্যতা হারান নি। আবার, এমন কোন মানুষকে আপনার ভালো লাগতেই পারে, যিনি হয়তো কারো মা, কিংবা কারো বাবা। তিনি ডিভোর্সি যেমন হতে পারেন, তেমনি তিনি উইডোও হতে পারেন। এমনও হতে পারে যে, নিজের জীবনকে একাই চালাচ্ছেন তিনি। তার সন্তানও থাকতে পারে। কিন্তু তার সন্তান আছে বলেই, সব আশা শেষ হয়ে গেছে। এমনটা ভাবার কোন কারণ নেই। বরং বিশেষ কিছু নীতি মেনে চলে, এমন মানুষের সঙ্গে আপনি দীর্ঘকালের সম্পর্ক গড়ে তুলতেই পারেন, তাকে নিয়ে নতুন করে নতুন জীবনে প্রবেশও করতে পারেন। তাহলে জেনে নিন সেই নীতিগুলি –

সন্তানকে নিয়ে ডেটিং, এ ব্যাপারটি শুনলে অনেকেই নাক সিঁটকোতে পারেন। কিন্তু বর্তমানে এ ব্যাপারটি কোন অবাস্তব বা অপ্রীতিকর ব্যাপার নয়। আপনার পছন্দ হয়েছে সেই মানুষটিকে, যিনি একজন বা দুজনের মা কিংবা বাবা হতেই পারেন। তার সঙ্গে ডেটিং করতে আপত্তির কোন ব্যাপার নেই। তাকে সঙ্গে নিয়ে আপনার রেস্তোরাঁ, কফিশপ, ডেটিংয়ে, লংড্রাইভে যেতে ইচ্ছা করবে। কিন্তু সেইসঙ্গে দেখবেন যে, তার সন্তানকে যেন কখনোই অবহেলা না করা হয়। তিনিও চাইবেন সন্তানকে সঙ্গে নিয়েই যেতে। তার সঙ্গে আপনি একান্ত সময় কাটালেন, কিন্তু সন্তানকে আপনাদের মাঝে পছন্দ করলেন না। এমন যেন না হয়। তার সন্তানকে আপন করে নিলেই, তার মনে আপনি দাগ কাটতে পারবেন।

দীর্ঘ সময়ের সম্পর্কে জড়ানোর আগেই আপনার সঙ্গীর সঙ্গে সঙ্গেই তার সন্তানেরও পছন্দ-অপছন্দের বিষয়গুলো আপনাকে জানতে হবে। সঙ্গীর মতো তার সন্তানের সঙ্গেও দেখা করার জন্য ব্যাকুলতা প্রকাশ করতে পারেন আপনি। কিন্তু, মনে রাখবেন, উত্তেজনার বশে তাড়াহুড়ো করে কোন কাজ করবেন না। ধীরে ধীরে তার সন্তানের ব্যাপারে জানুন, বুঝুন, তারপর যা করার তা করুন। প্রথমে তার সন্তানকে আপনার ভালো নাও লাগতে পারে। সেভাবেই মানিয়ে নিতে নিজেকে তৈরী করবেন। মনে রাখবেন আপনার কাজ নয় শুধুমাত্র প্রেমিক বা স্বামী হওয়া নয়। সম্পর্কে জড়ালে আপনাকে পিতা বা মাতার দায়িত্বও সামলাতে হবে। এই গুরুদায়িত্ব পালনে আপনি প্রস্তুত আছেন কিনা? সেটা আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আপনার প্রিয় জন যদি ডেটিংয়ে তার সন্তানকে নিয়ে আসেন, তবে সন্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। আপনাদের ডেটিংয়ের জায়গা নির্বাচনের ক্ষেত্রে সন্তানকে গুরুত্ব দিন। এক্ষেত্রে কোন কিড ফ্রেন্ডলি ক্যাফেতে আপনারা যেতে পারেন। কিংবা কোন পার্কে গিয়েও আপনারা ডেটিং করতে পারেন। সবসময় মনে রাখবেন, একসঙ্গে বেড়াতে গেলে এমন কোন জায়গা স্থির করুন, যেখানে আপনার সঙ্গীর সন্তান আনন্দ লাভ করতে পারবে।

মনে রাখবেন সঙ্গীকে ভালোবাসার অর্থই হলো, তার সন্তানকেও সমানভাবে ভালোবাসা দেওয়া। আপনার নিজের সন্তানকে আপনি যেভাবে আদরে, আনন্দে রাখবেন, আপনার সঙ্গীর সন্তানের ক্ষেত্রেও তাই ই করুন। এ বিষয়ে আপনার বিশেষ সচেতন হবার প্রয়োজন আছে। আবার, আপনার সঙ্গী যদি তার প্রাক্তন স্বামী বা স্ত্রীর সঙ্গে সন্তানের ভবিষ্যতের কারণে কখনো যোগাযোগ করেন, তাহলে তাতে ঘাবড়াবেন না। এ ব্যাপারে আগে থেকেই দুজনের মধ্যে পরিষ্কার ধারণা রাখুন। আর ভবিষ্যতে যদি আপনি সন্তান চান, তাহলে সঙ্গীর সঙ্গে আলোচনা করে নিন। মনে রাখবেন দুজনের সিদ্ধান্তকেই দুজনের মর্যাদা দেবার প্রয়োজন আছে। যেটা করলেই আপনাদের সম্পর্ক অনেক দূর পর্যন্ত স্থায়ী হতে পারবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!