এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > টাকা দিলে নিন কিন্তু ভোট ওদেরকে দেবেন না – বিজেপিকে বিঁধে জনতাকে উপদেশ মমতার –

টাকা দিলে নিন কিন্তু ভোট ওদেরকে দেবেন না – বিজেপিকে বিঁধে জনতাকে উপদেশ মমতার –


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে এ বছর রাজ্যের বিভিন্ন উৎসবে লাগাম টানা হয়েছিল। করোনা সংক্রমনের কারণে এ বছর দূর্গা পূজার আয়োজন আদৌ যুক্তিযুক্ত কিনা, সে বিষয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। আবার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজোর আয়োজন নিয়ে মামলা চলেছিল সুপ্রিম কোর্টে। এখন উৎসব শেষ হয়েছে, কিন্তু এই উৎসবের ইস্যু নিয়ে আজ বাঁকুড়ার সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের শাসকদলের প্রধান প্রতিপক্ষ বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বাঁকুড়ার সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিজেপির প্রতি অভিযোগ করেছেন যে, উৎসব, দুর্গাপূজা, ছটপূজা সব কিছুতেই মামলা করে থাকে বিজেপি। তিনি জানিয়েছেন দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো সমস্তই এ রাজ্যতে করা হয়ে থাকে। কিন্তু নির্বাচন আসার আগেই অনেকে এরাজ্যে এসে দাঙ্গা বাধাবার চেষ্টা করে। এরপর রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন, ” ভোটের আগে অনেক রাজনৈতিক দল আসবে। ব্যাংকে টাকা দেবে। মনে রাখবেন ওই টাকা আপনার টাকা। জমিদারির টাকা নয়। তাই টাকা নিন কিন্তু ভোট দেবেন না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, করোনা সংক্রমনের কারণে গত ২৫ শে মার্চ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষিত হয়েছিল। দেশজুড়ে লকডাউনের সময়ে বহু কর্ম প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়েছিল। যার ফলে আর্থিক সংকটে পড়েছিলেন অনেকে। অনেক জীবিকা হারিয়ে ছিলেন। তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করলেন যে, করোনা পরিস্থিতির সময়েও পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বেড়েছে। কেন্দ্রীয় সরকারের প্রতি তিনি অভিযোগ করলেন যে, কেন্দ্র নানা প্রকল্প চালু করেও, তা কিছুদিনের মধ্যেই বন্ধ করে দেয়। ফলে তীব্র হয় বেকার সমস্যা। তাঁর দাবি, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের কাজের সময় সীমা আরো বাড়িয়ে দিয়েছে সরকার।

কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে বারবার আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছিলেন। সেই সঙ্গে মূল্যবৃদ্ধির কারণেও কেন্দ্রকে দোষারোপ করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের প্রতি তিনি কালোবাজারির অভিযোগ আনলেন। মুখ্যমন্ত্রী জানালেন যে, দিল্লির সরকার হলো আলুর সরকার। আলু নেই, পেঁয়াজ নেই, তাই এই সরকারকে আর একটিও ভোট নয়। দু-তিনমাস পরে আলু, পেঁয়াজের দাম আরো বাড়তে পারে, বলে আশঙ্কা করলেন মুখ্যমন্ত্রী। এভাবেই বাঁকুড়া থেকে বিজেপিকে একাধিক অভিযোগে অভিযুক্ত করলেন মুখ্যমন্ত্রী।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!