এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শীর্ষ নেতৃত্বের বৈঠকে গরহাজির সাংসদ-বিধায়ক-প্রাক্তন মন্ত্রী সমেত প্রথম সারির নেতারা, জল্পনা ক্রমশ বাড়ছে

শীর্ষ নেতৃত্বের বৈঠকে গরহাজির সাংসদ-বিধায়ক-প্রাক্তন মন্ত্রী সমেত প্রথম সারির নেতারা, জল্পনা ক্রমশ বাড়ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনের আগে এবং পরে দলের সংগঠনকে শক্তিশালী করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে তৃনমূল কংগ্রেস। সম্প্রতি দলের ঐক্যবদ্ধ রুপ যাতে বজায় থাকে, তার জন্য দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ভার্চুয়াল বৈঠক করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই বৈঠকে চুচুড়ায় অনুপস্থিত থাকতে দেখা গেল তৃনমূলের সাংসদ, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী সহ একাধিক নেতাকে। যার ফলে এখন দলের অনৈক্যের ছবি অনেকটাই স্পষ্ট হয়ে গেল বলে মনে করছেন সকলে। কেন ভার্চুয়াল বৈঠকে উপস্থিত হতে দেখা গেল না জেলায় দলের একাধিক শীর্ষ নেতাকে?

জানা গেছে, শনিবার চুঁচুড়ায় জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বৈঠকের ডাক দিয়েছিলেন। যেখানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরুপা পোদ্দার এবং দলের সমস্ত বিধায়কের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বৈঠকে অনুপস্থিত থাকতে দেখা যায় উত্তরপাড়া তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল, বিধায়ক বেচারাম মান্না এবং তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দারকে। এছাড়াও ওই বৈঠকে অনুপস্থিত থাকতে দেখা গেছে রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী তপন দাশগুপ্তকেও। যদিও বা ব্লকের অন্য একটি কর্মসূচি থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন তপনবাবু।

কেন প্রবীর ঘোষাল এই বৈঠকে উপস্থিত হলেন না? জানা গেছে, এই ব্যাপারে জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদবের গোষ্ঠীর বেশ কয়েকজন নেতা মুখ খুলতে শুরু করেছেন। তারা বলেন, “এদিনের বৈঠকে না এসে প্রবীরবাবু বুঝিয়ে দিলেন, কাদের জন্য অনৈক্যের বাতাবরণ তৈরি হয়েছে। ঐক্য চাইলে তিনি ঠিক আসতেন।” যদিও বা এই ব্যাপারে প্রবীর ঘোষাল বলেন, “চুঁচুড়ায় ওই বৈঠকে যাওয়ার জন্য গাড়ি ছিল না। মোটরবাইকে কিছুটা যাওয়ার পরেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ভেজার সঙ্গে সঙ্গে জ্বর জ্বর লাগছে। আমি ফিরে আসি। সেটা নেতৃত্বকে জানিয়ে দিয়েছি।” এদিকে বেচারাম মান্নাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ আরেক তৃণমূল নেতার। অন্যদিকে এই ব্যাপারে অপরুপা পোদ্দারের স্বামী শাকিব আলী বলেন, “ওর মা অসুস্থ। সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। সেই কারণে অপরূপা থাকতে পারেননি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে একাধিক তৃণমূল বিধায়ক সহ সাংসদ এই বৈঠকে অনুপস্থিত থাকার কারণ হিসেবে নানা যুক্তি দেখালেও, এর পেছনে যে জেলা তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে, সেই ব্যাপারটি নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে। কেননা ইতিমধ্যেই হুগলির জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদবের বিরোধী গোষ্ঠীর একাধিক জনপ্রতিনিধি নিজেদের মধ্যে বৈঠক করেছেন। যার জেরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে গিয়েছিল। কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেস 2021 কে পাখির চোখ করে যেভাবে লড়াই করতে শুরু করেছে, তাতে যদি দলের গোষ্ঠীদ্বন্দ্ব এভাবে প্রকাশ্যে এসে পড়ে, তাহলে তৃণমূলের গঠনতন্ত্র নিয়ে আরও বেশি করে প্রশ্ন উঠতে শুরু করবে।

এদিন দলের বৈঠকে যেভাবে একাধিক বিধায়ক সহ সাংসদ অনুপস্থিত থাকলেন, তাতে জেলা সভাপতির বিরুদ্ধে গোষ্ঠী যে মাথাচাড়া দিতে শুরু করেছে, সেই ব্যাপারটি কার্যত নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!