এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নাম না করে শাসকদলকে এবার ‘পাড়ার দল’ বলে তীব্র কটাক্ষ মুকুল রায়ের

নাম না করে শাসকদলকে এবার ‘পাড়ার দল’ বলে তীব্র কটাক্ষ মুকুল রায়ের

সবংয়ে আসন্ন উপনির্বাচন উপলক্ষে দলীয় বৈঠক সেড়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বিজেপি নেতা মুকুল রায়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একের পর এক বিস্ফোরণ ঘটান তিনি। প্রশ্নোত্তর ছিল নিম্নরূপ –

এই নির্বাচনটা কি আপনার কাছে প্রেস্টিজের লড়াই?
নিশ্চিতভাবেই নয়, মমতা ব্যানার্জি গুজরাতে গিয়ে দাঁড়াক না প্রেস্টিজের লড়াই হিসেবে!

তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও সিপিএম প্রার্থী ঘোষণা করে দিলেও বিজেপির তরফে এখনও কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি। বিজেপি কি ব্যাকফুটে?
বোঝেন তো, এটা সর্বভারতীয় দল। ওদের মতো পাড়ার তৈরি কোনও দল নয়। অনেক কাজ থাকে। তার মধ্যে থেকে নিশ্চিত করে প্রার্থীর নাম ঘোষণা করা হবে, দুএকদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন।

গতকাল কাঁকিনাড়া বাজারে সভা থেকে ফেরার পথে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা হয়। এই প্রসঙ্গে কি বলবেন?
খুনের চক্রান্ত নিয়ে পুলিশের সামনেই দিলীপ ঘোষের উপর হামলা হয়েছে। পুলিশ কমিশনারকে এর জবাবদিহি করতে হবে। রাজ্য সরকারও নিশ্চুপ। এর থেকেই বোঝা যাচ্ছে বাংলায় গণতন্ত্র নেই। বর্বরোচিত আক্রমণের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। দোষীদের শাস্তি পাওয়া উচিত।

সবং উপনির্বাচন নিয়ে কতখানি আশাবাদী?
সবংয়ের মানুষ ক্ষোভের আগুনে ফুটছে। মানুষ ভোট দিতে পারলে এই আসনে বিজেপির জয় সুনিশ্চিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!