এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ছদ্মবেশী পদ্মবেশীদের পঞ্চায়েতের পর তাড়িয়ে আবর্জনা সাফ করব: অভিষেক ব্যানার্জি

ছদ্মবেশী পদ্মবেশীদের পঞ্চায়েতের পর তাড়িয়ে আবর্জনা সাফ করব: অভিষেক ব্যানার্জি

আজ নিজের সাংসদ এলাকা ডায়মন্ড-হারবারে দাঁড়িয়ে বিরোধীদের কার্যত তুলোধোনা করলেন রাজ্যের শাসকদলের বর্তমানে অঘোষিত দুনম্বর তথা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জী। বিজেপি ও সিপিএমকে একযোগে বিঁধে তিনি বলেন –

১. বিজেপি আর সিপিএমকে ভোট দেওয়া সমান
২. পঞ্চায়েত ভোটটা আসতে দিন, তারপর সব আবর্জনা সাফ হয়ে যাবে
৩. আগে যাঁরা সিপিএম করতেন, তাঁরাই এখন বিজেপিতে নাম লেখাচ্ছেন
৪. কেউ কেউ দিনে সিপিএম ও রাতে বিজেপি করছে, এই তো বিরোধীদের কীর্তি
৫. আগে ছিল ছদ্মবেশী, এখন তারাই হয়েছে পদ্মবেশী, ওসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই
৬. পঞ্চায়েত ভোট হয়ে গেলেই রাজ্য থেকে সমস্ত আবর্জনা ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে
৭. এইসব ছদ্মবেশী বা পদ্মবেশীরা আর থাকবে না এই রাজ্যে
৮. উপনির্বাচনের ফলাফলেই দেখতে পাবেন বিরোধীদের কী হাল হয়
৯. আর তারপর পঞ্চায়েত ভোটে লেখা হবে বিরোধীদের বিদায়বার্তা
১০. রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে
১১. সেই উন্নয়নই আমদের হাতিয়ার
১২. আমরা মানুষের পাশে থেকে, আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছি
১৩. কুত্‍সা, অপপ্রচার করে আমরা ক্ষমতায় আসিনি
১৪. আমরা চাই মানুষের জন্য কাজ করতে
১৫. বাংলার মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁদের পাশে রয়েছে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!