এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সত্যজিৎ বিশ্বাস খুনের পর বিজেপির সঙ্গে টক্কর দিয়ে মতুয়া ভোটব্যাঙ্ক ধরে রাখতে ঘুম ছুটছে শাসকদলের

সত্যজিৎ বিশ্বাস খুনের পর বিজেপির সঙ্গে টক্কর দিয়ে মতুয়া ভোটব্যাঙ্ক ধরে রাখতে ঘুম ছুটছে শাসকদলের


নদিয়ায় কার্যত তৃণমূলের মতুয়া রাজনীতির মুখ হয়ে উঠেছিলেন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। তাঁর মৃত্যুতে লোকসভা ভোটের মুখে জবরদস্ত ধাক্কা লেগেছে নদীয়ার শাসক শিবিরে। সত্যজিতের কর জেলায় মতুয়া সংগঠনের মুখ কে হবেন? এ প্রশ্ন হামেশাই ঘুরপাক খাচ্ছে।

কারণ,অভিজ্ঞমহলের মতে,নদীয়ার মতুয়া মতাবলম্বীদের কাছে এই মুহূর্তে আর কোনো কাছের নেতা নেই। তার উপর বিজেপি মতুয়া ভোটব্যাঙ্কে থাবা বসাতে তৎপর হয়ে উঠেছে। দফায় দফায় কেন্দ্রীয় নেতৃত্বদের দিয়ে সভা করিয়ে মতুয়া রাজনীতিকে সরগরম করে তুলছেন দিলীপ ঘোষ-শান্তনু ঠাকুরেরা। এই প্রেক্ষিতে সত্যজিৎ বিশ্বাসের মতো একজন আদর্শ সংগঠকের মৃত্যু লোকসভা ভোটের আগে শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বলেই আশঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকেরা।

বিধায়কের মৃত্যুর পরই তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান তৃণমূল সংসদ সদস্য মমতাবালা ঠাকুর এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সত্যজিৎ বিশ্বাসের এই অপ্রত্যাশিত মার্ডার কাণ্ডের প্রসঙ্গে মমতাবালা বলেন,মতুয়ারা বরাবরই তৃণমূলের পক্ষেই ছিল। আর নদীয়ায় মতুয়া সংগঠনকে মজবুত করে রেখেছিলেন সত্যজিত বাবু। সক্রিয়ভাবে মতুয়াদের নিয়ে আন্দোলনও করেছিলেন তিনি।

সম্প্রতিই মতুয়াদের নিয়ে নদীয়াতে দুটো সভাও করেছেন তিনি। তাতে নজরকাড়া মতুয়া সমাগম হয়েছিল। এই খুনের নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে বলেই দাবী করে জানালেন,সত্যজিতের মতো তৃণমূল নেতার অকালপ্রয়াণ দলকে অপূরণীয় ক্ষতির মুখে ঠেলে দিল।

প্রসঙ্গত,মমতাবালা ঠাকুর মতুয়াদের তৃণমূল সমর্থক বলে দাবী করলেও বর্তমানে মতুয়া সংগঠনে ফাটল ধরেছে। শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সংগঠন কার্যত বিজেপি এবং তৃণমূলে ভাগ হয়ে গিয়েছে। এই শান্তনু ঠাকুরের অনুগামীদেরই রমরমা রয়েছে নদীয়াতে। তার প্রমাণ গত পঞ্চায়েত ভোটে নদীয়ায় নজিরবিহীন ভালো ফল করেছে বিজেপি। নমঃশূদ্র সম্প্রদায়ের অনেকেই তৃণমূলের থেকে মুখে ফিরিয়ে নিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই মতুয়া মতাবলম্বীদের ভোট পেতেই এখন সক্রিয় হয়ে উঠেছে গেরুয়াশিবির। গত অক্টোবরে কৃষ্ণগঞ্জের স্বর্ণখালিতে বিজেপির উদ্যোগে মতুয়ারা একটি সভা করেছিল। তাতে মানুষের জমায়েত দুশ্চিতায় ফেলেছিল শাসকদলকে। এই পরিস্থিতি নদীয়া জেলার মতুয়াদের তৃণমূলের দিকে ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন সত্যজিৎ বিশ্বাসের মতো নেতারা। আর সেজন্যেই লোকসভা ভোটের মুখে কৃষ্ণগঞ্জের বিধায়ককে সরিয়ে দেওয়া হল,অভিযোগ তৃণমূলের।

নিহত দলীয় বিধায়কের বাড়িতে গিয়েছিলেন সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনিও মমতাবালা ঠাকুরের মতো স্বীকার করে নিলেন,নদীয়ায় মতুয়াদের মুখ ছিলেন সত্যজিৎ বিশ্বাস। প্রধানমন্ত্রীর ঠাকুরনগরের সভার পর পরই কীভাবে তৃণমূল নেতা খুন হলেন? প্রশ্ন তুললেন যুবনেতা।

পাল্টা জবাব দিয়ে নিজেই বললেন,মতুয়া ভোটব্যাঙ্ককে কব্জা করতে সন্ত্রাসকেও হাতিয়ার করতে পিছপা হচ্ছে না বিজেপি। চক্রান্ত করে সত্যজিত বিশ্বাসের মতো তৃণমূলের একজন দক্ষ সংগঠককে রাস্তা থেকে হটিয়ে দেওয়া হল। এটা যে পূর্বপরিকল্পিত খুন তার স্বপক্ষে সওয়াল তুলে তিনি বললেন,বিধায়কের দেহরক্ষীর ছুটিতে কাজে লাগিয়ে বার বার লোডশেডিং করে খুন করা হয়েছে সত্যজিতকে। তবে সত্যজিৎকে খুন করে তৃণমূলকে রোখা যাবে না। এখানে বাংলার ঘরে ঘরে সত্যজিৎ জন্ম নেবে বলে গর্জে উঠলেন তিনি।

উল্লেখ্য,মমতা বন্দ্যোপাধ্যায় যে মতুয়া ভোটব্যাঙ্ক কোনোভাবেই হারাতে চান না তার প্রমাণ দিয়ে দিচ্ছে তাঁর সাম্প্রতিক মতুয়াদের স্বার্থে করা কার্যাবলী। উত্তর ২৪ পরগণার হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস কৃষ্ণনগরে গড়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নদীয়া জেলায় তৃণমূলের তরফে মতুয়াদের সমর্থন পেতে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। সত্যজিৎ বাবু নিজেও একজন মতুয়া মতাবলম্বী ছিলেন।

তাঁর নেতৃত্বেই অসমের এনআরসি রিপোর্টের প্রতিবাদে শ’য়ে শ’য়ে মতুয়ারা আন্দোলনে নেমেছিল রাস্তায়। এই ইস্যুতেই জেলার বিভিন্ন রেল স্টেশনে একাধিকবার অবরোধ করা হয়েছে। নদীয়া জেলার মতুয়াদের সেই দক্ষ সংগঠকের খুনে কার্যত মাথায় হাত পড়েছে শাসকদলের। এই প্রেক্ষিতে সত্যজিৎ বিশ্বাসের বিকল্প কে হবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে শাসকদলের অন্দরে,এমনটাই খবর রাজনৈতিক সূত্রের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!