এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের মধ্যে এ কোন কাজ রাজ্যের? কমিশনে অভিযোগ দায়ের বিজেপির! অস্বস্তিতে নবান্ন!

ভোটের মধ্যে এ কোন কাজ রাজ্যের? কমিশনে অভিযোগ দায়ের বিজেপির! অস্বস্তিতে নবান্ন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। আর সেদিন থেকেই রাজ্যে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। কিন্তু প্রতি পদে পদে তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্যের সরকার নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ। যেখানে আজ সেই রকম একটি অভিযোগ তুলেই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করলো ভারতীয় জনতা পার্টি।

প্রসঙ্গত, স্কুলে স্কুলে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নোটবুক বিতরণ করা হচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই নোটবুকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে। স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার প্রতিবাদ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার গোটা ঘটনা নিয়ে আদর্শ আচরণ বিধি লংঘন করার অভিযোগ তুলে কমিশনের অভিযোগ দায়ের করে নিজেদের প্রতিবাদ জানালো ভারতীয় জনতা পার্টি।

স্বভাবতই বিজেপির এই অভিযোগের পর কমিশন কোনো বড় পদক্ষেপ নেবে বলেই মনে করা হচ্ছে। তবে দিনের শেষে গোটা ঘটনা নিয়ে কি পদক্ষেপ নেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কতটা চাপে পড়ে রাজ্য সরকার, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!