এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলার ভোটে অনুপ্রবেশ ইস্যু, মমতাকে চরম শিক্ষা দিলেন শাহ!

বাংলার ভোটে অনুপ্রবেশ ইস্যু, মমতাকে চরম শিক্ষা দিলেন শাহ!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলা এখন সন্ত্রাসবাদের আতুরঘর বলেই দাবি করে বিরোধীরা। বাইরে থেকে অনুপ্রবেশকারীরা বাংলায় এসে অবাধে রাজত্ব চালাচ্ছে বলেও অভিযোগ ওঠে। আর এই পরিস্থিতিতে আজ বালুরঘাটের সভা থেকে সেই অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে চরম বেকায়দায় ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যারা রাষ্ট্রবাদী জনসাধারণ, তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর তৃণমূলের থেকে আরও বেশি করে মুখ ফিরিয়ে নেবেন বলেই মনে করছেন একাংশ।

প্রসঙ্গত, আজ বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে বুনিয়াদপুরে একটি সভায় উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না। অনুপ্রবেশ যদি বাংলায় বন্ধ করতে হয়, তাহলে তা একমাত্র পারবেন নরেন্দ্র মোদী।”

একাংশ বলছেন, নরেন্দ্র মোদী যে দেশের শক্তিশালী নেতা, সেটা আজকে প্রমাণিত। দেশের মানুষও খুব ভালো করে জানে। তবে বাংলায় প্রতিমুহূর্তে সাধারন মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। আর তার জন্য যে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দায়ী, সেই নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। স্বাভাবিকভাবেই বাংলার মানুষও তৃণমূলের ওপর বিরক্ত এই অনুপ্রবেশে ইস্যুতে। তাই সেই ইস্যুকেই তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নতুন করে চিন্তার মুখে ফেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!