এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের উন্নতি চায় না তৃণমূল? পৃথক রাজ্যের তকমা সাটাতে গিয়ে বিপাকে মমতা!

উত্তরবঙ্গের উন্নতি চায় না তৃণমূল? পৃথক রাজ্যের তকমা সাটাতে গিয়ে বিপাকে মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের শাসক দলের পক্ষ থেকে মাঝেমধ্যেই বলা হয়, উত্তরবঙ্গকে বিজেপি ভাগ করে দিতে চাইছে। কিন্তু সেই রকম চেষ্টা যে তৃণমূলের পক্ষ থেকেই করে এই বক্তব্য পেশ করা হয়, সেই পর্দা ফাঁস করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাঝেমধ্যেই উত্তরবঙ্গ বঞ্চিত বলে সেখানকার মানুষরা আওয়াজ তোলেন। আর সেই সময় তৃণমূলের পক্ষ থেকে একটি সুকৌশলী কথা বলা হয়। আর সেই বিষয়কে হাতিয়ার করেই শুভেন্দু অধিকারী এদিন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্কে চরম আঘাত আনলেন।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে মালবাজারের সভা থেকে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “উত্তরবঙ্গের মানুষ যখন এইমসের দাবি করে, যখন মেডিকেল কলেজের কথা বলে, তখন এই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বলা হয়, উত্তরবঙ্গকে ভাগ করে দেওয়ার চক্রান্ত চলছে, উত্তরবঙ্গ আলাদা রাজ্য চায়। আর এর ফলেই স্পষ্ট যে, এরা উত্তরবঙ্গের উন্নতি চাইছে না।”

একাংশ বলছেন, উত্তরবঙ্গ অবহেলিত জন্যই সেখানকার মানুষরা পৃথক রাজ্যের দাবি করেন। সেদিক থেকে শুভেন্দু অধিকারী তো ঠিক কথাই বলেছেন। একেবারে তৃণমূলের মুখোশ খুলে দিয়েছেন। মুখেই তারা উত্তরবঙ্গ প্রেমের কথা বলেন। কিন্তু যখন উত্তরবঙ্গ উন্নতির দাবি তোলে, তখন তৃণমূলের পক্ষ থেকে বলা হয় যে, উত্তরবঙ্গকে ভাগ করে দেওয়ার চেষ্টা চলছে। আসলে এটা যে এই রাজ্য সরকারের একটা সাঁটিয়ে দেওয়া তকমা ছাড়া আর কিছু নয় এবং তারা যে উত্তরবঙ্গের উন্নতি চায় না, সেটা কার্যত প্রমাণিত। যার ফলে এবারের ভোটবাক্সে উত্তরবঙ্গে চরম শিক্ষা পাবে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!