এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাস্তার দাবিতে মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ! অস্বস্তি বাড়ল তৃণমূলের!

রাস্তার দাবিতে মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ! অস্বস্তি বাড়ল তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট বড় বালাই। সকলেই বলেন, ভোটের আগে নেতারা জয়লাভের আশায় নানা প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু একবার গদি দখল করার পর তাদের আর টিকিটিও খুঁজে পাওয়া যায় না। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে তৎপরতা। প্রায় প্রত্যেকেই এখন থেকে মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করেছেন।

তবে এবার জনতা জনার্দন এত বছর ধরে গদি সামলানো জনপ্রতিনিধিদের চাপে ফেলতে কোমর বেঁধে আসরে নেমে পড়েছে। সূত্রের খবর, এবার পাকা রাস্তার দাবিতে তপনের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাসদার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন একাধিক মহিলা। যাকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের যথেষ্ট বেকায়দায় পড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, রবিবার সকালে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাসদার বাড়ির সামনে বিক্ষোভ করতে দেখা যায় নিশ্চিন্তা গ্রামের মহিলাদের। যেখানে পাকা রাস্তা না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন সাধারণ বাসিন্দারা। প্রসঙ্গত উল্লেখ্য, তপনের হরসুরা পঞ্চায়েতের নিশ্চিন্তা গ্রামের প্রায় তিন কিলোমিটার রাস্তা এখনও কাঁচা রয়েছে।

সেখানে যাতায়াত করতে অত্যন্ত সমস্যা হয়। অতীতে এই রাস্তা পাকা করার দাবিতে মন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তারপরেও লাভের লাভ হয়নি। আর এবার নির্বাচনের আগে সেই রাস্তা পাকা না করলে তারা যে কোনোমতেই ভোট দেবেন না, তা জানিয়ে দিলেন সেই সমস্ত বাসিন্দারা। যার ফলস্বরুপ স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীর বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে দেখা গেল তাদের।

তবে এদিন স্থানীয়দের বিক্ষোভে কিছুটা চাপে পড়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন বাচ্চু হাঁসদা। কিন্তু কেন তিনি এতদিন এই সমস্যার সমাধান করেননি! এখন তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। এদিকে স্থানীয়দের বিক্ষোভকে হাতিয়ার করে ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক বাপি সরকার বলেন, “তৃণমূল সরকার কোনো কাজ করেনি। আর সেই কারণেই সরকারের দুয়ারে গিয়ে মানুষকে ধর্না দিতে হচ্ছে।” বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে “দুয়ারে দুয়ারে সরকার” বলে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। যেখানে মানুষ তাদের এলাকায় গিয়ে সরকারি অফিসারদের কাছে তাদের সমস্যার কথা বলার সুযোগ পাবেন।

স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে যাওয়ার এই নজির অত্যন্ত সাফল্যের সঙ্গে প্রচার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বাস্তবে যে অনেক জায়গাতেই উন্নয়ন হয়নি, তা মন্ত্রীর বাড়ির সামনে মহিলাদের বিক্ষোভ এবং পাকা রাস্তা করার দাবিতেই কার্যত পরিষ্কার হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যার ফলে বিরোধীদের কটাক্ষ এবং স্থানীয়দের বিক্ষোভে অত্যন্ত চাপে পড়ে গেলেন তপনের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাচ্চু হাঁসদা বলে দাবি পর্যবেক্ষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, স্থানীয়দের বিক্ষোভের পর নির্বাচনের আগে সেই রাস্তা পাকা করতে তৃণমূল বিধায়ক কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!