এখন পড়ছেন
হোম > জাতীয় > পেগাসাস নিয়ে হলফনামা পেশ সুপ্রীম কোর্টে, কার্যত এই ইস্যুতে সমস্ত অভিযোগ অস্বীকার কেন্দ্রের

পেগাসাস নিয়ে হলফনামা পেশ সুপ্রীম কোর্টে, কার্যত এই ইস্যুতে সমস্ত অভিযোগ অস্বীকার কেন্দ্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট পেগাসাস ইস্যু নিয়ে জাতীয় রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে সংসদের অধিবেশনের শুরুতেই। কার্যত বাদল অধিবেশনের আগের দিন থেকেই পেগাসাস ইস্যু সামনে আসে আর তারপর থেকেই শুরু হয় সরকার ও বিরোধী তরজা। বিরোধীদের অভিযোগ নিয়ে মোদি সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, পেগাসাস ঘটনাটি খুব সামান্য একটি ইস্যু। কারো ফোনে আড়িপাতা হয়নি। আর এবার এই একই কথা কেন্দ্রীয় সরকার সুপ্রিমকোর্টে জানিয়ে দিল বলে জানা গিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেগাসাস নিয়ে একটি এফিডেবিড দাখিল করা হয়েছে।

এবং সেখানে বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। সরকারের পক্ষ থেকে কার্যত কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ এর আগে লোকসভায় জানিয়ে দিয়েছিলেন, পেগাসাস নিয়ে আলাদা একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হবে। সুপ্রিম কোর্টে যে হলফনামা দাখিল করেছে কেন্দ্রীয় সরকার, সেখানেও এই বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা তাঁরা বলেছে। প্রসঙ্গত, পেগাসাস নিয়ে যখন সরকার বিরোধীদের অভিযোগ অস্বীকার করছে, ঠিক সে সময় মোদি সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রীর ফোনে আড়িপাতা হয়েছে বলে শোনা যাচ্ছে। এবারের বাদল অধিবেশনের শুরু থেকেই ছিল উত্তপ্ত সংসদের আবহাওয়া।

পেগাসাস নিয়ে বিরোধীরা বারংবার সংসদের উভয় কক্ষে আলোচনার দাবিতে সরব হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁদের দাবি খারিজ করে দেওয়া হয়। কার্যত সংসদে তৈরি হয় অচলাবস্থা। অন্যদিকে এই অচলাবস্থার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিরোধীদের প্রতি অভিযোগ করা হয়েছে। আর সেই সূত্রে সুপ্রিমকোর্টে একটি মামলা রুজু করেন এন রাম, যশবন্ত সিনহা এবং এডিটর্স গিল্ড। সেই মামলার সূত্রে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেছেন তথ্যপ্রযুক্তি দপ্তরের অতিরিক্ত সচিব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরবর্তীতে সংসদে বলা হয়, যেহেতু পেগাসাস ইস্যুটি আদালতের বিচারাধীন, তাই সংসদে এই নিয়ে আলোচনা করা যাবেনা। সূত্রের খবর, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা এবং বিচারপতি সূর্যকান্ত ও অনিরুদ্ধ বসুকে নিয়ে একটি ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছে। যেখানে এই মামলার শুনানি চলছিল। শুরু থেকেই সরকারের তরফ থেকে বলা হয়েছে, পেগাসাস নিয়ে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে। শুধুমাত্র সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরেই কেন্দ্রীয় সরকারকে হেনস্থা করা হচ্ছে।

অথচ বিরোধীদের তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, বিরোধীদের হাতে পেগাসাস ইস্যু কার্যত মোদি সরকারের বিরুদ্ধে বড়োসড়ো অস্ত্র। তাই এত সহজে বিরোধীরা পেগাসাস ইস্যু ছেড়ে দেবেনা বলেই মনে করা হচ্ছে। এই পেগাসাস ইস্যু মোদি সরকারের ওপর চাপ যে বাড়িয়েছে তা এককথায় স্বীকার করে নিচ্ছে রাজনৈতিক মহল। পাশাপাশি পেগাসাস নিয়ে এবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পরবর্তীতে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সেদিকেও থাকছে কৌতুহলী নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!